অপ্রত্যাশিত পরাজয় যেন ইতালির স্বভাবে পরিণত হয়েছে। ২০২২ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা হারিয়েছিল খর্ব শক্তির নর্থ মেসেডনিয়ার বিপক্ষে পরাজয়ে, আর তাঁদের পরাজয়ের সর্বশেষ সংযোজন সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০গোলের হার, ফলাফল ২০২৪ সালের ইউরোর মঞ্চ থেকে সাবেক চ্যাম্পিয়নদের বিদায়।
ইউরোর শেষ ষোলতে অলিম্পিয়াস্টাডিয়ন বার্লিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হয় সুইজারল্যান্ড। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই রাউন্ড অব সিক্সটিনে উঠেছিল সুইসরা। অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯৮ মিনিটে গোল দিয়ে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে ইতালি।
ম্যাচের প্রথম থেকেই দারুণ ছন্দে খেলতে থাকে সুইজারল্যান্ড। অপরদিকে ম্যাচের শুরু থেকেই গ্রুপ পর্যায়ের মতই রক্ষনাত্মক ভঙ্গি বজায় রাখে ইতালি। একের পর এক সুইসদের আক্রমণ ঠেকাতেই যেন ব্যস্ত ইতালির রক্ষন বিভাগ। তবে তাঁদের গোছানো আক্রমণ করতে বাধা দেন মানচিনিরা।
ম্যাচের ২৪ মিনিটে প্রথম বড় সুযোগ পায় সুইজারল্যান্ড। তবে এমবোলোর শটটি দারুণভাবে রুখে দেন ইতালিয়ান গোলরক্ষক দোন্নারুম্মা। এর তিন মিনিট পরেই পাল্টা আক্রমণ করে ইতালিয়ানরা। তবে চিয়েসার সেই আক্রমণ রুখে দেন আকাঞ্জি।
নিয়মিত বিরতিতে ইতালির বক্সে ঢুকতে থাকেন সুইসরা। একের পর একের আক্রমণে ইতালির রক্ষণের পরীক্ষা নিতে থাকে তাঁরা। অবশেষে ৩৭ মিনিটে অসাধারণ একটি গোলে ইতালির রক্ষণ ভাঙে ফ্রেউলার। রুবেন ভারগাসের পাস থেকে বল রিসিভ করে দোন্নারুম্মাকে পরাজিত করে জালে ঢুকান তিনি। ফলে প্রথমার্ধে ১-০ গোলের লীড নিয়ে বিরতিতে যায় সুইজারল্যান্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে সুইসরা। ইতালির পা থেকে বল নিয়ে মাঠের বাম দিক থেকে আক্রমণ করে সুইজারল্যান্ড। প্রথম গোলে অবদান রাখা ভারগাস এবার সরাসরি ইতালির জালে বল পাঠান। ২-০ ব্যাবধানে পিছিয়ে যেন আক্রমণে মনোযোগী হয় ইতালি। তবে চিয়েসাদের আক্রমণ রুখে দিয়ে পাল্টা আক্রমণ করতে থাকে সুইসরা।
অবশ্য ম্যাচে ১০ টি শট নিতে পেরেছিল ইতালি। তবে সেই শটগুলির মধ্যে মাত্র একটি শট গোলবারে রাখতে পেরেছে তাঁরা। ম্যাচের শেষের দিকে গোলের জন্য মরিয়া হয়ে উঠা ইতালিয়ানদের যে সুইসরা গোছানো আক্রমণ করতে দেননি এটি তারই প্রমাণ। ফলে ২-০ ব্যাবধানের পরাজয় নিয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালিকে।