ডেথ ওভারের রাজা মুস্তাফিজুর রহমান, তা প্রমাণিত হলো আরও একবার। ঢাকা ক্যাপিটালসের জয়ের আশা নিভিয়ে দিলেন শেষ ওভারে। সাব্বির রহমান কিংবা মোহাম্মদ মিঠুন, কেউই পারলেন না কাটার মাস্টারের ছোড়া বলগুলোকে বুঝে উঠতে।
শেষ ওভারে ঢাকার দরকার ছিল মাত্র ১০ রান। উইকেটে ফিফটি তুলে দাঁড়িয়ে থাকা মিঠুন আর ক্রিজে এসেই তাণ্ডব চালানো সাব্বির। আকিভ জাবেদের ১৯তম ওভারে যিনি চার-ছক্কা হাঁকিয়ে চার বলে করেছিলেন দশ রান, ম্যাচটাকে নিয়ে এসেছিলেন হাতের মুঠোয়।
তবে এবার বল হাতে নিলেন মুস্তাফিজ। নামের পাশে যে তাঁর বিশ্বসেরার তকমা। রংপুরের সব আশা-ভরসা তখন তাঁর ওপরই। তিনিও প্রতিদানটা দিলেন নিজের মতো করেই।

মরণাস্ত্র কাটার ছুড়লেন, ইয়র্কারে সাব্বিরকে একেবারে নাকানিচুবানি খাওয়ালেন। হাতের জাদুতে বন্দি করে রাখলেন দুই ব্যাটারকে। প্রথম বলে মিঠুন সিঙ্গেল নিলেন বটে। বাকি দুই বলে সাব্বির বোকার মতো বনে গেলেন। নিরুপায় হয়ে সিঙ্গেলের ওপর ভরসা করতে হলো তাঁকে। অন্য বোলারদের বলকে ফুটবল মনে করা মিঠুনও নিরুত্তর। কোনো জবাব যে কারও কাছেই নেই।
দুই ব্যাটার মিলে কোনোমতে চার রান নিতে পারলেন ফিজের কাছ থেকে। যে সাব্বির চার বলে দশ করেছিলেন, তিনিই ফিজের চার বল খেলে করলেন মাত্র দুই। মুস্তাফিজের গোলকধাঁধায় পড়ে ঢাকাকে হারতে হলো পাঁচ রানের ব্যবধানে।
এদিন চার ওভার বল করে ফিজ দিয়েছেন মাত্র ২৩ রান। বিনিময়ে বাগিয়ে নিয়েছেন এক উইকেট। তবে সব ছাপিয়ে যে ওই শেষ ওভারই বুঝিয়ে দিল তাঁর ক্লাচ। ক্রিকেট বিশ্বে তাঁকে নিয়ে কেন এত সরগোল? এর উত্তরটা, ফিজের ছোড়া ওই ছয়টা বল।












