মহেন্দ্র সিং ধোনি, মহানায়কদেরও স্বপ্নের মহানায়ক

এভাবেই হাজারও সেলেব্রিটির ও স্বপ্নের সেলিব্রিটি বনে গেছেন বিহারের একসময়ের সেই তরুণ টিকেট কালেক্টর। জীবন বড্ড অদ্ভুত, ধোনিরা বোধহয় আরো অদ্ভুত সুন্দর, সংগ্রামী, সম্মানিত।

ভারতের হয়ে সম্ভাব্য সকল আন্তর্জাতিক ট্রফি জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) সফলতার দিক থেকে হয়ত তিনিই সবচেয়ে বেশি ধনী।

এখন অবধি আইপিএল হয়েছে ১৭ বার, চেন্নাই সুপার কিংস অংশগ্রহণ করেছে ১৫ আসরে। চেন্নাইকে ১৪ বার নেতৃত্ব দিয়েছেন ধোনি। এর মধ্যে শিরোপা পাঁচ বার। তার নেতৃত্বে চেন্নাই ফাইনালে উঠেছে মোট ১০ বার।

অধিনায়ক হিসেবে ধোনির বেশ গুণগান তাই সব দেশের খেলোয়াড়দের মুখে মুখে। চেন্নাইয়ের পরিবেশ, ধোনির নেতৃত্ব যেন সব খেলোয়াড়ের কাছে পরম আরাধ্য।

বলা হয়ে থাকে, ধোনি বা চেন্নাইয়ের ডেরায় ভিড়লেই ‘ফিনিশড’ কোন খেলোয়াড় ফিরে পান নতুন প্রাণ। মাইক হাসি থেকে রবিন উথাপ্পা, কিংবা শেন ওয়াটসন, আজিঙ্কা রাহানে অথবা মুস্তাফিজুর রহমান- এমন বহু খেলোয়াড় আছে যারা ধোনির ছায়াতলে এসে ফিরে পেয়েছেন নতুন ক্রিকেটীয় জীবন।

তাই তো ধোনি কে শুধু চেন্নাই না পুরো ভারতই আদর করে ‘থালা’ বলে ডাকে। থালা মানে নেতা, ধোনি মানেই যেন নেতার অপর নাম। সম্প্রতি সে পালে হাওয়া লাগিয়েছেন ডেইল স্টেইন। প্রায় ৭০০ আন্তর্জাতিক উইকেটের মালিক স্টেইন গানের দাবি, ধোনির দলের বেঞ্চ গরম করতেও তাঁর কোনো আপত্তি নেই।

তিনি বলেন, ‘আমি ধোনির বিশাল বড় গুণগ্রাহী, আমি সবসময় চেন্নাইয়ের দলের অংশ হতে চাইতাম, এমনকি যদি আমাকে কম পারিশ্রমিক নিতে হত তাও আমি রাজি হতাম। যেকোন মূল্যে চেন্নাইয়ের অংশ হতে চেয়েছিলাম, এতে যদি আমাকে তাদের বেঞ্চেও বসতে হত তাতেও সমস্যা ছিল না।’

এমনটা বলার কারণ নিশ্চয়ই আছে। টি-টোয়ান্টি ক্রিকেটে ধোনির বিপক্ষে ১৩.১ ওভারে বল করে রান খরচ করেছেন ১৪১। ধোনির স্ট্রাইকরেট ১৭৮.৪৮ আর গড় ৭০.৫০, আউট করতে পেরেছেন মাত্র ২বার।

ধোনির প্রসঙ্গে ডেল স্টেইন বলেন, ‘এখনো যদি কেও আমাকে বলে আমার কামব্যাক করা উচিত, আমি খুব সম্ভবত নিজেকে ভালো ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে এবং ভবিষ্যতে ভালো কোচ হতে খেলাটা বুঝতে চাইতাম। আর সেটা যদি হয় সবচেয়ে সেরার থেকে শেখা, তাহলে ধোনিই সবার থেকে সেরা।’

এভাবেই হাজারও তারকার ‘রোল মডেল’ বনে গেছেন বিহারের একসময়ের সেই তরুণ টিকেট কালেক্টর। জীবন বড্ড অদ্ভুত, ধোনিরা বোধহয় আরো অদ্ভুত সুন্দর, সংগ্রামী, সম্মানিত।

Share via
Copy link