একটা বিভ্রমের ছেয়ে আছে মহেন্দ্র সিং ধোনির চোখ। তিনি লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে, এখনও ভাবে তার সক্ষমতা ফুরিয়ে যায়নি। অথচ দিনশেষে তার নামের পাশে ১৬ রান, তাও আবার ১৭ বলে। ছক্কা হাকিয়েও বল প্রতি রান আর নিতে পারেন না। কিন্তু ওই ছক্কাটাই বিভ্রমের দুনিয়ায় আটকে রেখেছে চেন্নাই সুপার কিংসকেও।
ফুরিয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি। তবুও ধ্রুমজালের ঘোর তৈরি করে তিনি দিব্যি টিকে আছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ঝমকালো দুনিয়ায়। আইপিলের রঙিন সব আলোও সেই ঘোর ভেদ করে সত্যটা যেন দেখাতে অপারগ। তবে আড়ালে তিনি বরং চেন্নাইয়ের ক্ষতি করছেন, সেই সাথে তরুণ এক ক্রিকেটারকেও বঞ্চিত করছেন।
সেই বিভ্রান্ত চোখে চেন্নাই সুপার কিংস ধোনিকে খেলিয়ে যাচ্ছে প্রতিটি ম্যাচে। তার জন্যে একজন বোলারকে তো আর কমানো যায় না। সে কারণে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনদের বলির পাঠা বানানো হয়- তাদেরকে ব্যাটিং অর্ডারে আগে পাঠিয়ে।
তাতে করে ব্যাটিং অর্ডারটা থেকেই যাচ্ছে নড়বড়ে। ওই ছক্কা হাঁকিয়ে ধোনি ভাবছেন- তিন পারবেন। আরেক প্রান্তে থাকা শিভাম দুবে তাই নিরব দর্শক হয়ে অপেক্ষায় থাকেন।
ধোনি অপরপ্রান্তে বয়সের দোষে হারিয়ে ফেলা জৌলুসের সন্ধান চালান। কিন্তু সন্ধানের সমাপ্তি আর ঘটেনা। শিভামও বঞ্চিত হন নিজের সামর্থ্য প্রদর্শনে।
ঠিক একই কারণে অন্যকোন এক তরুণ সাইডবেঞ্চে বসে নিজেকে তৈরি করার সুযোগ হারাচ্ছেন। এসব কিছু হয়ত ধোনির চোখে পড়ছে না। এমনকি চেন্নাইয়ের ম্যানেজমেন্টের চোখেও পড়ছে না। চোখে যে বিভ্রমের ছানি পড়েছে।