জার্সি আলাদা, নিয়ম আলাদা, তবু দিনশেষে যেন একই সুতোয় গাঁথা। তাই তো ক্রিকেটের মাঠে উইকেট নিয়ে মোহাম্মদ সিরাজ স্মরণ করলেন ফুটবলের দিয়োগো জোতাকে।
লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ইংলিশ ব্যাটার জেমি স্মিথকে ফিরিয়ে দিয়ে মোহাম্মদ সিরাজ উদ্যাপন করলেন একেবারে ব্যতিক্রমী ভঙ্গিতে। দুই হাত দিয়ে আঙুলে ২০ নম্বর দেখালেন, তারপর তাকালেন আকাশের দিকে—নীরব সেই মুহূর্তে যেন পুরো মাঠ থমকে গেল কিছুক্ষণের জন্য।
ক্রিকেট থেকে ফুটবল, ভক্তরা সবাই বুঝে গেলেন, এই উদ্যাপন কেবল উইকেট পাওয়ার আনন্দে নয়, বরং নীরব এক বেদনার প্রকাশ। ২০ নম্বর জার্সি পরেই যে ফুটবলের সবুজ গালিচায় ছুটে বেড়াতেন দিয়োগো জোতা।
৩ জুলাই, ২০২৫—তারিখটা যেন আজও দুঃস্বপ্ন হয়ে আছে ক্রীড়াজগতের বুকে। স্পেনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভা। মাত্র ২৮ বছর বয়সে ফুটবল বিশ্বকে ছেড়ে চিরবিদায় নেন পর্তুগালের এই প্রতিভাবান ফুটবলার।
তার সপ্তাহ খানেক পর লর্ডসের মাটিতে সিরাজের এই হৃদয়ছোঁয়া দৃশ্য—যেখানে ক্রিকেটের মঞ্চে উঠে এলো শ্রদ্ধা, ভালোবাসা আর এক অপূরণীয় শূন্যতার স্মরণ।
সিরাজ যখন আকাশের দিকে তাকিয়ে জোতাকে স্মরণ করলেন, বিশ্ব দেখল, ভালোবাসা আর শ্রদ্ধা কখনো গণ্ডির মধ্যে আটকে থাকে না। জোতার মৃত্যুর খবর হয়তো আর পাল্টানো যাবে না, কিন্তু তাঁর প্রতি এই ভালোবাসাই হয়তো তাঁকে বাঁচিয়ে রাখবে কোটি ভক্তের হৃদয়ে।