পুরনোদের নিয়ে কেন এত ব্যস্ততা ভারতের?

ঘরের মাঠে লজ্জা কাটিয়ে না উঠতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্য রওনা দিচ্ছে ভারত, বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট পার্থে নভেম্বরের ২২ তারিখ।  এখনকার অবস্থা যেন এক ভাঙা আয়নার মতো, যেখানে প্রতিফলন ঠিক স্পষ্ট নয়। তবে যদি সেই আয়না নতুন করে গড়া যায়, তাহলে পুরনো দীপ্তি ফিরে আসতে পারে।

ঘরের মাঠে সম্প্রতি ৩-০ তে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত। এতেই দলের বড় খেলোয়াড়দের উপর বাজছে বিদায় ঘন্টা।

এই লজ্জাজনক পরাজয়ে ক্ষুব্ধ দর্শকেরা। তাই এখন অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের অবসরের দাবি তুলেছে।

এখনই সিনিয়রদের বিদায়ের পক্ষে নন দীনেশ কার্তিক। দীনেশ মাত্র ১টা সিরিজ হারাতেই সিনিয়রদের অবসরের দাবিকে নিছকই ভক্তদের ‘হাটুকাপানি’ প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। দর্শকদের ধৈর্য ধারনের পরামর্শও দিয়েছেন সাবেক এই তারকা। তিনি বলেন, ‘এত ব্যস্ততা কিসের? মাত্র ১ সিরিজ খারাপ করাতেই অভিজ্ঞদের উপর চড়াও হওয়াটা বেমানান। তারা যদি আরো ১০ টা টেস্ট খারাপ করে তখন হয়ত এই অবসর চাওয়াটা ন্যায্য দাবি হবে।’

যদিও কার্তিক নিজেই স্বীকার করেছেন ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন জায়গাতেই ভারতের দুর্বলতা চোখে পরার মত ছিল। আর সম্প্রতি ভারতের ব্যাটারদের স্পিনের বিরুদ্ধে লড়াইয়ের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। কার্তিক বলেন, ‘সবকিছুতেই আমাদের ব্যর্থতা ছিল।’

তিনি আরও বলেন, ‘বোলিংয়ে আমরা আপ টু দা মার্ক ছিলাম না, বিশেষ করে আমাদের অভিজ্ঞ স্পিনাররা ভালো করতে পারেনি।’ বিশ্বজুড়ে সাদা বলের মারকাটারি খেলার ধরনের জন্য টেস্টে ডিফেন্সিভ গেমেও ঘাটতি এসেছে ইন্ডিয়ান ব্যাটারদের এমনটি দাবি তার। যদিও তার দাবির সাথে রোহিত, কোহলিদের পারফরম্যান্স সায় দিচ্ছে না।

সর্বশেষ ১০ টেস্ট ইনিংসে কোহলির গড় মোটে ২১.৩৩, রোহিতের অবস্থা আরো বাজে ১৩.৩০। রোহিত-কোহলিরা এখন যেন একটি পুরনো বৃক্ষের মতো, যেটি বহু বৃষ্টি, ঝড়, শীত সহ্য করেছে। কিন্তু এখন সেই গাছের পাতায় কি আর শীতল ছায়া আছে, নাকি তারা শুকিয়ে যেতে বসেছে?

এই পরিস্থিতি যেন এক নীল সমুদ্রে ডুবে যাওয়া নৌকার মতো, যেখানে অভিজ্ঞ খেলোয়াড়রা হয়তো একটি বড় ধাক্কায় ক্ষতিগ্রস্ত, তবে তাদের অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাসই হবে তাদের মুক্তির রশি। তবে প্রশ্ন হলো, তারা কি ফের আত্মবিশ্বাসের বেলুনে ভর করে আকাশে উড়ে যেতে পারবেন, না কি এই নৌকা আরও গভীর সাগরে ডুবতে থাকবে?

ঘরের মাঠে লজ্জা কাটিয়ে না উঠতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্য রওনা দিচ্ছে ভারত, বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট পার্থে নভেম্বরের ২২ তারিখ।  এখনকার অবস্থা যেন এক ভাঙা আয়নার মতো, যেখানে প্রতিফলন ঠিক স্পষ্ট নয়। তবে যদি সেই আয়না নতুন করে গড়া যায়, তাহলে পুরনো দীপ্তি ফিরে আসতে পারে।

দেখা যাক, সিনিয়রদের বিদায় ঘন্টা বাজতে চলছে কিনা! নাকি আবারও ফিনিক্স পাখির মত ফিরে এসে বীরত্বের ইতিহাস রোহিত- কোহলিরা!

Share via
Copy link