৪৪ বছর বয়সেও চোখের তীক্ষ্মতা এক ছটাক কমেনি তার। আবারও ধোনি প্রমাণ করলেন, ডিআরএস মানে- ‘ধোনি রিভিউ সিস্টেম’। উইকেটের পেছন থেকে মহেন্দ্র সিং ধোনি রিভিউ নিতে বলেছেন। ব্যাস, আম্পায়ারদের আর কিছু ভাববার প্রয়োজন নেই। সে রিভিউ ধোনির পক্ষেই যেতে চলেছে।
তার শিকারির নজরে এদফা উইকেট বাগিয়ে নিলেন নাথান এলিস। ঘটনাটা ঘটেছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তখন ব্যাট করছিলেন মিচেল স্যান্টনার। নাথান এলিসের ১৮ তম ওভারের শেষ বলটা গিয়ে আঘাত করে স্যান্টনারের প্যাডে।
শর্ট বলটায় ঠিকঠাক বাউন্স করেনি। তবুও আম্পায়ার জোরাল আবেদনের বিপরীতে দাঁড়িয়ে অনড় রইলেন। তিনি নটআউটের পক্ষে অবস্থান নিলেন। ঠিক তখনই চেন্নাইয়ের সকলের নজর মহেন্দ্র সিং ধোনির দিকে। মুখে স্মিত এক হাসি নিয়ে তিনি রুতুরাজকে ইশারায় বললেন রিভিউ নিতে।
ধোনি বলেছেন, দ্বিতীয়বার আর ভাববার সুযোগ নেই। রুতুরাজ চটপট রিভিউ নিয়ে নিলেন। এরপর থার্ড আম্পায়ার প্রযুক্তির সহয়তা নিয়ে দেখলেন, বলটা মিডেল স্ট্যাম্পের ঠিক উপরিভাগে আঘাত করত। ব্যাস! চেন্নাই শিবির জুড়ে আবারও ধোনি বন্দনা শুরু।
নাথান এলিস দৌড়ে গিয়ে আগে উদযাপন করলেন ধোনির সাথে। খানিকটা বিস্ময় নিয়েই তিনি হয়ত ধোনিকে বলেছেন, ‘আপনি কিভাবে পারেন?’