নামে ইমার্জিং হলেও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের নিয়মিত ক্রিকেটাররা। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্যই এই সিরিজের স্কোয়াডে রয়েছে জাতীয় দলের ক্রিকেটাররা। আর জাহানারা সালমাদের কাছে পাত্তাই পাচ্ছে না দক্ষিণ আফ্রিকার উদীয়মান নারী ক্রিকেটাররা।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে সহজ জয় পাওয়ার পর তৃতীয় ম্যাচেও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী দল। এই জয়ের ফলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা।
আগের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯৭ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিলেও আজ মাত্র ৯২ রানে গুটিয়ে যায় প্রোটিয়া মেয়েরা। ৯৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ। দলের পক্ষে ৭১ বলে সর্বোচ ৪৬ রান করেন ওপেনার মুর্শিদা খাতুন।
এছাড়া আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১৩ রান ও প্রথম ম্যাচের ম্যাচসেরা ফারজানা হক পিঙ্কি করেন ১৬ রান। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের পক্ষে ১ টি করে উইকেট শিকার করেন অ্যান্ডুস, উইন্সটার, শেনগেস ও জোন্স।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের বোলিং তোপে মাত্র ৯২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন অ্যানেকে। এছাড়া ওপেনার স্টেইনের ব্যাট থেকে আসে ১৯ রান ও অ্যান্ডুস করেন ১৮ রান। রিতু মনি, নাহিদা আক্তার ও রাবেয়া খান শিকার করেন ৩ টি করে উইকেট।
- সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল: ৯২/১০ (ওভার: ৩৩.৩; স্টেইন- ১৯, ডার্কসেন- ২, শানগেস- ১১, টুনিক্লিফ- ০, অ্যানেকে- ৩০, জাফতা- ১, জোন্স- ০, অ্যান্ডুস- ১৮, ফিহুইরেডু- ০, বানেতি- ১, উইন্সটার- ৫*) (রিতু মনি- ৭.৩-১-১৬-৩, রাবেয়া- ৪-০-১৫-৩, নাহিদা- ১০-৩-২৫-৩)
বাংলাদেশ ইমার্জিং নারী দল: ৯৩/৪ (ওভার: ২৮; মুর্শিদা- ৪৬, শামীমা- ৩, নিগার- ১৩, ফারজানা- ১৬, রুমানা- ২*, লতা- ৬*) (অ্যান্ডুস- ৮-৩-২৩-১, উইন্সটার- ৫-০-১৭-১, শেনগেস- ৭-০-২৩-১, জোন্স- ১-০-৫-১)
ফলাফল: বাংলাদেশ ইমার্জিং নারী দল ৬ উইকেটে জয়ী।