এমিলিয়ানো মার্টিনেজ, এটা তুমি কি করলে? বিশ্ব জুড়ে ফুটবলাঙ্গনে প্রশ্ন এখন একটাই। দুইবারের ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পক্ষে কি এভাবেও লাল কার্ড দেখা সম্ভব?
ওল্ড ট্রাফোর্ডে চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ ম্যাচ। অ্যাস্টন ভিলার জন্য চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াই। সেখানেই অতি-নাটকীয় এক ঘটনা ঘটল!
প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে রাসমুস হাউলুন্ড যখন বল নিয়ে ছুটছেন, তখন হঠাৎই অদ্ভুত কাণ্ড ঘটালেন অ্যাস্টন ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বক্সের বাইরে গিয়ে সরাসরি ধাক্কা দিয়ে ফেলে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ডকে!
লং পাস ধরে এগিয়ে যাচ্ছিলেন হাউলুন্ড। তখন গিয়ে তাঁকে ধাক্কা মেরে বসেন মার্টিনেজ, যেন ফুটবল নয় – কুস্তি খেলতে মাঠে নেমেছেন। শরীরের ওপর উঠে পড়তে চেয়েছিলেন। রেফারি থমাস ব্রামাল একটুও দেরি না করে লাল কার্ড দেখালেন — একেবারে স্ট্রেটকাট! এর চেয়ে কম কোনো সাজা যেন এখানে মানায় না। লাল কার্ড পেয়েও মার্টিনেজের ভাবটা এমন যে তিনি কিছুই করেননি।
এই মৌসুমে প্রিমিয়ার লিগে এটাই প্রথম কোনো গোলরক্ষকের লাল কার্ড পাওয়ার নজীর। আর মার্তিনেজ হলেন ২০০৩-০৪ সালের পর প্রথম গোলরক্ষক, যিনি প্রথমার্ধেই পাঁচটা সেভ করে লাল কার্ড দেখলেন। এই রেকর্ডটা একটু — ‘ড্রামাটিক’ হলেও ঐতিহাসিক।
বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন ফুটবলার উনাই এমেরির দলের অন্যতম স্তম্ভ ছিলেন পুরো মৌসুমজুড়ে। প্রিমিয়ার লিগের প্রতিটা ম্যাচেই শুরু থেকে খেলেছেন। তবে চুক্তির মেয়াদ শেষের পথে, গুঞ্জন চলছে—এই ম্যাচটাই হয়তো ছিল এমেরির অধীনে মার্টিনেজের শেষ পারফরম্যান্স।
শেষটা যেন সিনেমার ক্লাইম্যাক্স! মাঠের বাইরে গেলেন লাল কার্ড নিয়ে, ভিলা হারল ২-০ গোলে। এবার তাঁর গন্তব্য কোথায়? পাগলাটে দিবু মার্টিনেজ – কোথায় যাবেন – কে জানে!