চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শহীদ আফ্রিদি একটু বেশিই সরব। এবার তিনি মত দিলেন সেমিফাইনাল নিয়েও। তাঁর মতে ভারতের বিপক্ষে এগিয়ে থেকে মাঠে নামবে ইংল্যান্ড।
পাকিস্তানের স্থানীয় এক টিভি চ্যানেলে সেমিফাইনালে কোন দল এগিয়ে থাকবে? – এই প্রশ্নের উত্তরে আফ্রিদি বলেন, ‘আমি মনে করি দুটো দলই অনেক ভাল ক্রিকেট খেলে সেমিফাইনালে এসেছে। তারা শক্তির দিক থেকেও সমানে সমান।কিন্তু যদি একটা দলকে পছন্দ করতে হয় তবে আমি বলব ভারতের চেয়ে ইংল্যান্ডের ৬০-৬৫ শতাংশ সম্ভাবনা রয়েছে।’
তার উত্তরের স্বপক্ষে যুক্তি হিসেবে বুম বুম খ্যাত আফ্রিদি আরও বলেন, ‘দেখুন ইংল্যান্ডের টিমটা ভারতের চেয়ে বেশি ভারসাম্যপূর্ণ। ওদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক বিবেচনাতেই বেশি ভারসাম্যপূর্ণ। এমনকি ওদের স্পিনাররাও।’
তবুও ওরকম বড় ম্যাচের প্রেসার সম্পর্কে আলোকপাত করে আফ্রিদি বলেন, ‘যদিও আমি ইংল্যান্ডকে বেছে নিয়েছি,তার মানে এই না ইংল্যান্ড ফেভারিট। কে জিতবে সেটা নির্ভর করবে কারা এরকম বড় ম্যাচে চাপ ধরে রেখে পারফর্ম করতে পারে তার ওপর।’ যে দল নিজেদের পরিকল্পনা মাফিক খেলে কম ভুল করবে, তারাই দিনশেষে বিজয়ী হবে বলে জানান আফ্রিদি।
সেমিফাইনালের আগে ভারতের পক্ষে বিরাট কোহলি, সুরিয়াকুমার যাদব অনেক ভাল ফর্মে আছেন। লোকেশ রাহুল টুর্নামেন্টের শুরুর দিকে কিছুটা অফ ফর্মে থাকলেও টুর্নামেন্টের আসল সময়ে এসে সেও ফর্মে ফিরেছে।তাই টিম ইন্ডিয়ার জন্য ব্যাটিং নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই বলে মনে করছেন আফ্রিদি। অপরদিকে বোলিংয়ে আর্শদ্বীপ পাওয়ার প্লেতে খুব ভাল বোলিং করছে এবং উইকেট এনে দিচ্ছে, তাই ভুবেনেশ্বর কুমার এবং মোহাম্মদ শামির উচিত হবে বোলিংয়ে আর্শদ্বীপকে সঙ্গ দেয়া বলে জানান আফ্রিদি।
অপরদিকে ইংল্যান্ডের জন্য ডেভিড মালান এই ম্যাচ সাইডলাইনে থাকবেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এটা ইংল্যান্ডের জন্য একটা বড় ধাক্কা হলেও তাদের স্কোয়াডে যথেষ্ট খেলোয়াড় আছে যারা কিনা মালানের জায়গায় এসে দলকে সাহায্য করতে পারেন বলে জানান আফ্রিদি। কাল বৃহস্পতিবার, ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। খেলা হবে অ্যাডিলেডে।