তারুণ্য নির্ভর দল নিয়ে বিশ্বকাপে গিয়েছিলেন লুইস এনরিকে। শুরুটা মন্দ করেনি স্পেন। কোস্টারিকাকে ৭-০ গোলে বিধ্বস্ত করে স্পেন জানান দিয়েছিলো এবারের বিশ্বকাপের ফেভারিট তারাও। তরুণ দলটাতে প্রতিভারও অভাব ছিলো না। কিন্তু স্পেনের সম্ভাবনার অপমৃত্যু ঘটে রাউন্ড অব সিক্সটিনেই। মরক্কোর বিপক্ষে হেরে বিদায় নেবার পরই গুঞ্জন ছিলো চাকরি হারাচ্ছেন সাবেক বার্সা বস। সব গুঞ্জন সত্যি করে আজ এনরিকের সাথে সম্পর্কের ইতি টানলো স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
স্পেনের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আলোচনা কম হয়নি। সার্জিও রামোসকে বাদ দিয়ে সমালোচনা শুনতে হয়েছে সাবেক এই বার্সা কোচকে। তবে দল দিয়ে আত্মবিশ্বাসী ছিলেন এনরিকে। প্রথম ম্যাচে ৭-০ গোলের জয় পেয়ে স্পেনও ভরসা দিচ্ছিলো তার সমর্থকদের। কিন্তু গ্রুপপর্বের শেষ ম্যাচে জাপানের কাছে হেরে বসে স্পেন। এরপর নক আউটে তো টাই ব্রেকারে হেরে গেল মরক্কোর কাছেই। এনরিকের কৌশলও পড়েছে সমালোচনার মুখে। তাই শেষমেষ চাকরিই হারালেন লুইস এনরিকে।
এক বিজ্ঞপ্তিতে স্পেন ফুটবল ফেডারেশন এনরিকে এবং তার কোচিং স্টাফকে স্পেন জাতীয় দলের সাথে পথচলার জন্য ধন্যবাদ জানায়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘স্পেন ফুটবল ফেডারেশন স্পেন জাতীয় দলকে নতুন করে সাজাতে চায়। এনরিকে এবং তার কোচিং স্টাফের করা উন্নতিকে কাজে লাগিয়ে জাতীয় দলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা।’
একই বিজ্ঞপ্তিতে স্পেনের নতুন কোচের নাম ঘোষনা করেছে স্পেন। স্পেন অনুর্ধ্ব ২১ দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। নতুন দায়িত্বে আসা ফুয়েন্তেকে সোমবার সংবাদ মাধ্যমের সাথে পরিচয় করিয়ে দেয়া হবে। যদিও এনরিকের বিকল্প হিসেবে বেশ কয়েকটি নামই ছিলো আলোচনায়। সবচেয়ে এগিয়ে ছিলেন বেলজিয়ামের সদ্য সাবেক কোচ রবার্তো মার্টিনেজ। তবে শেষ পর্যন্ত নিজেদের অনুর্ধ্ব ২১ দলের কোচকেই বেছে নিলো স্পেন।
স্পেন ফুটবলের স্পোর্টস ডিরেক্টর জোসে ফ্রান্সিসকো জানান, কাতার বিশ্বকাপ পরবর্তী নতুন মিশন নতুন ভাবে শুরু করতে চায় স্পেন। নতুন কোচ ফুয়েন্তের বিষয়ে ফেডারেশন এর পরিচালকরা চুড়ান্ত অনুমোদন দেবার পর সোমবার জাতীয় দলের কোচ হিসেবে ফুয়েন্তেকে পরিচয় করিয়ে দেয়া হবে।