এনজো ফার্নান্দেজের মলিনতায় ম্লান চেলসি

এনজো নামক জাদুর প্রদীপ হুট করে নিভে গেলো যেন, চার ম্যাচে গোল বা অ্যাসিস্ট করতে ব্যর্থ হয়েছেন তিনি। আর এই চার ম্যাচে দুই হার এবং দুই ড্রয়ের স্বাদ পেয়েছে ব্লুজরা।

কোল পালমার আবারো গোল করলেন, আবারো একা হাতে দলকে জয়ের দিকে নিয়ে যেতে চাইলেন। তবে তাঁর একক প্রচেষ্টা যথেষ্ট হলো না, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও পূর্ণ তিন পয়েন্ট পাওয়া হয়নি চেলসির। এ নিয়ে টানা চার ম্যাচ পয়েন্ট খুইয়ে ধুঁকছে তাঁরা।

মৌসুমের মাঝ পথে দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছিল এনজো ফার্নান্দেজকে, পালমার তো ছিলেনই। তাঁদের দু’জনের সুবাদে চেলসিও লাফিয়ে লাফিয়ে এগিয়েছে পয়েন্ট টেবিলের ওপরের দিকে। নভেম্বরের শুরু থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা বারো ম্যাচ অপরাজিত ছিল দলটি, আর লিগ টেবিলে হয়ে উঠেছিল লিভারপুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী।

অথচ এনজো নামক জাদুর প্রদীপ হুট করে নিভে গেলো যেন, চার ম্যাচে গোল বা অ্যাসিস্ট করতে ব্যর্থ হয়েছেন তিনি। আর এই চার ম্যাচে দুই হার এবং দুই ড্রয়ের স্বাদ পেয়েছে ব্লুজরা। তাঁর মলিনতা সত্যিই মলিন করে দিয়েছে দলটাকে।

পালমার চেষ্টা করেছেন অবশ্য, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তাঁর কল্যাণে লিড পায় চেলসি। ম্যাচের মাত্র ১৪ মিনিটের মাথায় জোডান সানচো ডি বক্সে খুঁজে নিয়েছিলেন তাঁকে, সেখান থেকে জালের ঠিকানা খুঁজে নেয়াটা একটুও কঠিন ছিল না তাঁর জন্য।

কেবল নিজে গোল করেই তুষ্ট থাকেননি ইংলিশ তরুণ, নব্বই মিনিট জুড়ে চেষ্টা করে গিয়েছেন সতীর্থদের দিয়ে গোল করাতে। একাই পাঁচটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন তিনি, কিন্তু নিকোলাস জ্যাকসনদের সেসব সুযোগ কাজে লাগাতে বয়েই গিয়েছে।

শেষ পর্যন্ত তাই পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে এনজো মারেস্কার শিষ্যদের। এবার অন্তত শিরোপার লড়াইয়ে শেষ পর্যন্ত থাকবে তাঁরা, টেবিলের ওপরের দিকে থেকে শেষ করবে লিগ এমনটাই ভেবেছিল সমর্থকেরা। কিন্তু এভাবে চলতে থাকলে গতবারের মতই হতাশার সাগরে ডুবতে হবে তাঁদের – এখন দেখার বিষয়, চেলসির ভাগ্য আদৌ বদলায় কি না ৷

Share via
Copy link