পৃথিবীতে নাকি একই চেহারার সাতজন করে মানুষ থাকে – এই কথা অনেকেই হয়তো বিশ্বাস করেন না। তবে ঋষাভ পান্তের সঙ্গে তাঁর বোনের বরের ছবি দেখার পর কথাটা বিশ্বাস করতে মন চাইবে। দু’জনের চেহারা যে একই; এমনকি এআইও হয়তো আলাদা করতে পারবে না এতটাই মিল রয়েছে।
ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরই ঋষাভ পান্ত ছুটে গিয়েছেন দেরাদুনে। সেখানকার একটি রিসোর্টে তাঁর বোন সাক্ষী পান্ত গাঁটছড়া বেঁধেছেন লন্ডন ভিত্তিক ব্যবসায়ী অঙ্কিত চৌধুরীর সঙ্গে। বিলাসি সেই অনুষ্ঠানে এসেছিলেন ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি, বর্তমান কোচ গৌতম গম্ভীর, সাবেক তারকা সুরেশ রায়না এবং নিতীশ রানা।
সবার ছবিই ঝড় তুলেছে সমর্থকদের মাঝে, তবে পান্ত এবং অঙ্কিত চৌধুরীর ছবি সামনে আসতেই চমক সৃষ্টি হয়। দু’জনের চেহারায় অবিশ্বাস্য মিল – এ যেন এক চেহারা, দুই দেহ।
এক্সে আলোচিত এই ছবির নিচে দেখা মিলেছে মজার মজার সব কমেন্ট। একজন লিখেছেন, পান্তের চেয়ে বেশি ‘ঋষাভ পান্ত’ মনে হচ্ছে বরকে। আরেকজন লিখেছে এআই ফেস রিকগনিশনও সন্দেহের মধ্যে পড়ে যাবে। এছাড়া মজার মজার সব মিম তো হয়েছেই এসব নিয়ে।
তবে এই উইকেটরক্ষক আছেন মনের আনন্দে। নয় মাসের ব্যবধানে জিতেছেন দুই দুইটি বৈশ্বিক শিরোপা। যদিও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন ম্যাচ খেলা হয়নি তাঁর, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইম্প্যাক্ট রেখেছিলেন ব্যাট হাতে।
আপাতত বোনের বিয়ে শেষ করেই এই তারকা নেমে পড়বেন আইপিএলের লড়াইয়ে। দিল্লি ছেড়ে এবার তিনি যোগ দিয়েছেন লখনৌ সুপার জায়ান্টসে। নতুন ফ্রাঞ্চাইজির অধিনায়ক হিসেবে দায়িত্বটা বেশি তাঁর। এখন দেখার বিষয়, কতটা ভালভাবে সেই দায়িত্ব পালন করতে পারেন তিনি।