সবাই এখন পারফর্ম করার জন্য ক্ষুধার্ত!

আরেকটি ম্যাচ, আরেকটি দুর্দান্ত জয়। প্রথমে লিটন ঝড়, পরে বল হাতে সাকিবের রুদ্রমূর্তি। অপরাজেয় দল হয়ে ওঠার পথে একটা দলের পারফর্ম্যান্স যেমন হওয়া প্রয়োজন, ঠিক তেমনটাই মাঠে করে দেখিয়েছে বাংলাদেশ। দারুণ আধিপত্যে এক ম্যাচ আগেই আইরিশ বধ নিশ্চিত হয়ে গিয়েছে।

ব্যাট হাতে এ দিন ৩৮ রান করার পর হাত ঘুরিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন সাকিব। লিটনের ঝড়ো ৮৩ রানের ইনিংসও তাই কিছুটা ম্লান হয়েছে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে। তবে একটা জায়গায় চূড়ায় উঠেছেন আজ তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টিম সাউদিকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার এখন সাকিব।

ম্যাচ শেষে সেই অর্জনের পরিপ্রেক্ষিতেই জানিয়েছেন নিজস্ব প্রতিক্রিয়া। ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে এ অলরাউন্ডার বলেন, ‘বাংলাদেশি হিসেবে শীর্ষে উঠতে সব সময়ই ভাল লাগে। আমরা আগের ম্যাচে যেমন পারফর্ম করেছি সেটিই ধরে রাখতে চেয়েছি। আমরা যদি এ ফরম্যাটে বড় দল হতে চাই তাহলে আমাদের শুরু থেকেই ভাল করার প্রচেষ্টা থাকতে হবে। যেটা ব্যাটাররা করে দেখিয়েছে। ওরা শুরু থেকেই আক্রমণাত্বক ক্রিকেট খেলেছে।’

সাকিবদের লক্ষ্য এখন বড় দল হয়ে ওঠা। তিনি বলেন, ‘বড় দল হতে হলে এভাবেই ব্যবধান তৈরি করতে হবে। ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া- ওরা নিজেদের মাটিতে প্রতিপক্ষকে ৩-০ তেই হারাতে চাইবে। আমরাও তেমন কিছু করার চেষ্টায় আছি। খেলোয়াড়রা এখন পারফর্ম করার জন্য খুব ক্ষুধার্ত। যেটা একটা ইতিবাচক দিক।’

বাংলাদেশ সফরে এসে এখনও জয়শূন্য আয়ারল্যান্ড। টি-টোয়েন্টিতে কাপ্তানির দায়িত্ব পল স্টার্লিংকে দিয়েও এখন কোনো ফল মিলেনি। বরং টানা দুই ম্যাচ হেরে আত্মবিশ্বাসে একটা চিড় ধরেছে আইরিশ শিবিরে। তবে এখনও ঘুরের দাঁড়ানোর ব্যাপার আশাবাদী স্টার্লিং।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘বাজে একটা দিন ছিল আমাদের জন্য। আমাদের আরো উন্নতির জায়গা আছে। একাদশ নির্বাচনের ব্যাপারে আমাদের আরো কৌশলী হতে হবে। আমরা পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী। তারা অনেক কঠিন দল। তবে শুক্রবারের ম্যাচটাকে আমরা একপেশে হতে দিব না। আমাদের সামর্থ্যের সবটুকু ঢেলে দিতে হবে।’

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link