টাকা ঢাললে কি না হয়!

টাকা থাকলে কি না হয়! লিওনেল মেসিকে এক নজর দেখতে যখন পুরো ভারত উত্তাল তখন তিনি হাজির হলেন আম্বানিদের আমন্ত্রনে।

টাকা থাকলে কি না হয়! লিওনেল মেসিকে এক নজর দেখতে যখন পুরো ভারত উত্তাল তখন তিনি হাজির হলেন আম্বানিদের আমন্ত্রনে। আর সেখানে পুরোদস্তর ‘ভারতীয়’ হয়ে উঠলেন মেসি, রড্রিগো ডি পল বা লুইস সুয়ারেজরা। অনন্ত আম্বানি কিংবা রাধিকা মার্চেন্টরা কতটা ক্ষমতাধর সেটা আবারও টের পেল বিশ্ব।

ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি গুজরাটের জামনগরে অবস্থিত বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্র ভানতারায় হাজির হন। তাকে স্বাগত জানান অনন্ত আম্বানি এবং তার স্ত্রী রাধিকা মার্চেন্ট।

প্রকাশিত ছবিতে মেসিকে আশীর্বাদের থালি হাতে আরতি করতে দেখা গেছে। কপালে তিলক, গলায় মালা – আম্বানিদের ক্ষমতার কাছে ফুটবলে বিশ্বের সেরা জাদুকরও যেন নস্যি।

ভ্যানতারার পক্ষ থেকে জানানো হয়েছে, মেসি অংশ নেন নারিকেল ও মটকা ভাঙার মতো প্রচলিত আচার-অনুষ্ঠানে। ভারতীয়দের মতে এটা শুভ ও মঙ্গল কামনার প্রতীক। অনুষ্ঠানের সমাপ্তি হয় শান্তি ও কল্যাণের মন্ত্রপাঠে। সনাতন ধর্মের আচারে অংশ নেন মেসি ও তাঁর বন্ধরা।

মেসির ভারত সফর শুরু হয় কলকাতা থেকে। সেখানে দর্শক উন্মাদনায় ভিড় উপচে পড়ে, স্টেডিয়ামে চেয়ার ছিঁড়ে ফেলা কিংবা বোতল ছুড়ে ফেলার মতো ঘটনা ঘটে। এরপর হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লীর সফর হয় শান্তিপূর্ণভাবে। সফরের সমাপ্তি ঘটে জামনগরের ভানায়

এই সফরে অনন্ত আম্বানি নিজের উপহার দেওয়ার রীতি ধরে রেখেছেন। মেসিকে উপহার দেওয়া হয় রিচার্ড মাইলের ‘এশিয়া এডিশন’ ঘড়ি, যার মূল্য প্রায় ১০.৯১ কোটি রুপি। বোঝাই যাচ্ছে, ‘ভারতীয় হয়ে যাওয়ার’ অভিনয়ে কেন হাসিমুখেই করেছেন লিওনেল মেসি।

Share via
Copy link