২০২৫-এরও সমাপ্তিলগ্ন। বদলে গেছে কত কী! ২০১৪ সালে জন্ম নেওয়া একটি শিশু এতদিনে নিশ্চয়ই চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণিও পেরিয়ে যাচ্ছে। বদলায়নি সেই একটি জিনিস, আধুনিক ক্রিকেটের অতি বিস্ময়, দ্য ফ্যাবুলাস ফোর। আজ থেকে প্রায় ১১ বছর আগে নিউজিল্যান্ডের কিংবদন্তি মার্টিন ক্রোর থেকে আসা সেই ধারণা যেন আজও চির অমলিন। তারই তো এক উজ্জ্বল প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় সদ্য প্রকাশিত টেস্ট র্যাংকিং-এর দিকে তাকালে, যেখানে প্রথম তিনটি নামই এখনও তাঁরাই।
বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, স্টিভেন স্মিথ এবং জো রুটকে একত্রে ট্যাগবন্দী করা হয় ‘ফ্যাব ফোর’ দিয়ে। পুরো ক্যারিয়ার জুড়েই ব্যাট হাতে বিশ্ব ক্রিকেটকে মাতিয়ে রেখেছেন সময়ের সেরা এই চারজন খেলোয়াড়।
আজও টেস্ট র্যাংকিংয়ের দিকে দৃষ্টিপাত করলে প্রথম তিনটি নাম যথাক্রমে, জো রুট, কেন উইলিয়ামসন এবং স্টিভেন স্মিথ। বাকি থাকা আরেকজন বিরাট কোহলি লাল বলের ক্রিকেটটা ছেড়ে দিয়েছেন।












