আগ্রাসনের অপর নাম ফখর জামান

ধারাবাহিক ফখর যে কতটা ভয়ংকর হতে পারে, সে প্রমাণই মিলছে এবারের পাকিস্তান সুপার লিগে। এমন ফখরকেই পাকিস্তান চায় তাদের টি-টোয়েন্টি দলে।

পাওয়ার হিট, আগ্রাসী ব্যাটিং এসবই ফখর জামানের সমার্থক। ব্যাট হাতে বাইশ গজে ঝড় তুলতেই তার স্বাচ্ছন্দ্য। বলকে তুলোধুনো করতে পারাই তার ছন্দ। পাকিস্তান সুপার লিগে ধারাবাহিকভাবে তাণ্ডব করে যাচ্ছেন, বা-হাতি এই ব্যাটার। এমন ব্যাটিংই তো পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অন্যতম চাহিদা।

ফখর জামান বড্ড আনপ্রেডিক্টেবল, ঠিক যেন পাকিস্তান দলের মত। সবাই জানে তিনি মারতে পারেন, হাঁকাতে পারেন একের পর এক বাউন্ডারি। কিন্তু কখন তিনি সেই রুপে আবির্ভূত হবেন, সেটা বলা ভীষণ মুশকিল। তবে এবারের পিএসএলে আগ্রাসনকে নিয়মে পরিণত করতে চাইছেন তিনি।

কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়েছিলেন তিনি। এরপর আবার করাচি কিংসের বিপক্ষে খেলতে নেমেও তার রুদ্রমূর্তির বহিঃপ্রকাশ ঘটালেন। আগ্রাসনের তোপের মুখে করাচি হয়েছে বিধ্বস্ত। ৪৭ বলে ৭৬ রান করে আউট হয়েছেন ফখর জামান।

এই ম্যাচে পাঁচখানা ছক্কা হাঁকিয়েছেন মারকুটে এই ব্যাটার। এছাড়াও ছয়টি চার মেরেছেন ফখর জামান। তার ব্যাটে ভর দিয়েই আরও একবার বড় সংগ্রহের ভীত গড়ে ফেলে লাহোর কালান্দার্স। তার ব্যাটের হাসির উজ্জ্বলতা ছড়িয়ে যায় গোটা দলের মাঝেও।

এমন ফখরকেই পাকিস্তান চায় তাদের টি-টোয়েন্টি দলে। কিন্তু সবুজ জার্সিটায় প্রত্যাশার ভীষণ চাপ। সেই চাপে মাঝেমধ্যেই খেই হারিয়ে ফেলেন ফখর জামান। নির্বিষ এক ব্যাটারে পরিণত হন তিনি।

তবে ধারাবাহিক ফখর যে কতটা ভয়ংকর হতে পারে, সে প্রমাণই মিলছে এবারের পাকিস্তান সুপার লিগে। এই ধারা তিনি অব্যাহত রাখবেন পুরো টুর্নামেন্ট জুড়ে। তাছাড়া পাকিস্তানের জার্সিতেও খেলবেন এমন সব ঝড়ো ইনিংস- সে প্রত্যাশাই হয়ত এখন সকলের।

Share via
Copy link