বিপিএলে নিরাপত্তার ফাঁক, অনুশীলনে দর্শকের অনুপ্রবেশ!

আজ তিনজন দর্শক ঢুকেছে, কাল যদি পরিস্থিতি আরও গুরুতর হয়? বিপিএল গভর্নিং কাউন্সিলের এখনই কঠোর হতে হবে, না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করা কঠিন হবে।

বিপিএলে নিরাপত্তা বিরাট ফাঁকি, মিরপুর একাডেমি মাঠে ঢুকে গেল দর্শক! মিরপুর একাডেমি মাঠের দেয়াল টপকে ফরচুন বরিশালের অনুশীলনে ঢুকে পড়েন তিন ব্যক্তি। নীরব দর্শকের ভূমিকায় বিসিবি!

মিরপুর একাডেমি মাঠে তখন চলছে ফরচুন বরিশালের ঐচ্ছিক অনুশীলন। খেলোয়াড়রা নিজেদের মতো করে প্রস্তুতি সারছেন প্লে-অফের জন্য। বাইরে, এক নম্বর গেটের পাশে কয়েকজন কিশোর-তরুণ দাঁড়িয়ে আগ্রহ নিয়ে দেখছিলেন প্রিয় ক্রিকেটারদের অনুশীলন।

হঠাৎ করেই ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা—তিনজন তরুণ নিরাপত্তা বেষ্টনির চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়লেন একাডেমি মাঠে! এদের মধ্যে একজন তো সরাসরি মুশফিকুর রহিমের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাও করলেন! তবে নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গেই তৎপর হন, তাকে আটকে দেন মাঝ পথেই।

বাকিদেরও দ্রুত মাঠ থেকে সরিয়ে হেফাজতে নেয় নিরাপত্তাকর্মীরা। পরিস্থিতি বড় কিছু হওয়ার আগেই সামাল দেওয়া গেছে, কিন্তু মূল প্রশ্নটা থেকেই যায়—এভাবে নিরাপত্তা ভেদ করে দর্শকরা মাঠে প্রবেশ করতে পারল কীভাবে?

এটাই প্রথম নয়! এবারের বিপিএলে আগেও ঘটেছে এমন ঘটনা। খুলনা টাইগার্সের এক ম্যাচ চলাকালীন, এক দর্শক মাঠে ঢুকে মেহেদী হাসান মিরাজ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন! এত কড়াকড়ির মাঝেও যদি বারবার এই ধরনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঘটে, তাহলে প্রশ্ন উঠতেই পারে—বিপিএলের নিরাপত্তাব্যবস্থা আসলে কতটা কার্যকর?

বিপিএল এমনিতেই নানা বিতর্কে জর্জরিত, তার ওপর বারবার নিরাপত্তার গাফিলতির খবর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটারদের উপস্থিতির এই লিগে যদি নিরাপত্তা নিশ্চিত না করা যায়, তবে তা বিপিএলের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করবে।

আজ তিনজন দর্শক ঢুকেছে, কাল যদি পরিস্থিতি আরও গুরুতর হয়? বিপিএল গভর্নিং কাউন্সিলের এখনই কঠোর হতে হবে, না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করা কঠিন হবে।

Share via
Copy link