অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের কাছে গিয়েও ৫ উইকেটে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় পাকিস্তান। পুরো টুর্নামেন্টে উড়ন্ত ফর্মে থাকলেও সেমিতে এসে হোঁচট খায় বাবর আজমের দল। মূল পর্বে পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতে অপরাজিত থাকলেও ফাইনালে পৌঁছুতে পারেনি পাকিস্তান।
সেই ম্যাচের পর পাকিস্তান দল ও অধিনায়ক বাবর আজমকে উদ্দেশ্য করে আট বছর বয়সী এক ক্ষুদে মোহাম্মদ হারুন সুরিয়া একটি চিঠি লিখেন। সেটিই এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই চিঠিতে হারুন লেখেন, ‘পাকিস্তান দলের প্রত্যেকে বলছি, আমি তোমাদের নিয়ে গর্ববোধ করি। বাবর আজম, আমি তোমাদের ভালোবাসি। সবাই খুব ভালো খেলেছো। গতকালের ম্যাচে ব্যাটিং এবং বোলিং দুটোই ভালো ছিলো। পাকিস্তান ম্যাচটা জিতে যাচ্ছিলো! আমি মাঝে খুব নার্ভাস ছিলাম এবং শেষে খুব ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিলাম। ইন শা আল্লাহ, ভবিষ্যতে আমি অধিনায়কত্ব করবো এবং তোমাদের সবাইকে আমার দলে নিবো। আমরা ফাইনালে যাবো এবং জিতবো।’
এরপর একই পৃষ্ঠায় বাবরকে উদ্দেশ্য করে আলাদাভাবে হারুন লিখেন, ‘প্রিয় বাবর, তুমি কি আমার বাসার ঠিকানায় তোমাদের সবার সাইন করা একটি কাগজ পাঠাতে পারো?’
এছাড়া হারুন শেষদিকে আরো বলেন, ‘বাবর আজম এবং পুরো পাকিস্তান দলকে আমি ভালোবাসি। হার কিংবা জিত – সবসময়ই তোমাদের ভালোবাসি।’
ক্ষুদে ভক্তের এমন চিঠি দেখার পর নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে এর উত্তর করেন বাবর। সেখানে তিনি লিখেন, ‘প্রিয় মোহাম্মদ হারুন সুরিয়া, ধন্যবাদ তোমাকে আমাদেরকে এমন একটা চিঠি দেওয়ার জন্য। আমার তোমার প্রতি বিশ্বাস আছে; তুমি তোমার মনযোগ, আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম দ্বারা যেকোনো কিছু অর্জন করতে পারবে। তুমি তোমার অটোগ্রাফ তো পাবে; কিন্তু ভবিষ্যত অধিনায়ক, আমি যে আর অপেক্ষা করতে পারছিনা তোমার অটোগ্রাফ পাওয়ার জন্য।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে জয়ের বেশ কাছেই ছিলো পাকিস্তান। শাদাব খানের ঘূর্ণিতে বিপাকেই ছিলো অজিরা। তবে স্টোয়েনিস-ওয়েডের দাপটে স্বপ্নভঙ্গ হয় পাকিস্তানের। শেষ ২ ওভারে অজিদের প্রয়োজন ছিলো ২২ রান! শাহীন আফ্রিদির বলে ম্যাথু ওয়েডের ক্যাচ হাসান আলী ছেড়ে দেওয়ার পরের তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে ফাইনালের দৌড় থেকে ছিটকে দেন ওয়েড।
শিরোপা জয়ের স্বপ্ন পূরণ না হলেও ভক্ত-সমর্থকদের ভালোবাসায় বেশ উচ্ছ্বসিত বাবর বাহিনী। বিশ্বকাপ মিশন শেষে বর্তমানে ৩ টি-টোয়েন্টি ও ২ টেস্টে খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান দল।