ফারহানের ব্যাটিং ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা

শাহিবজাদা ফারহানের শো, শ্রীলঙ্কা স্রেফ চেয়ে চেয়ে দেখল। অল্প রানের লক্ষ্যটাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন তিনি। আর তাতেই ম্যাচটাকে একপেশে বানিয়ে সাত উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান।

শাহিবজাদা ফারহানের শো, শ্রীলঙ্কা স্রেফ চেয়ে চেয়ে দেখল। অল্প রানের লক্ষ্যটাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন তিনি। আর তাতেই ম্যাচটাকে একপেশে বানিয়ে সাত উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান।

ব্যাটিংয়ের শুরুটা অবশ্য করেছিল শ্রীলঙ্কা। সূচনাটা ভালো হলেও মাঝের সময়টাতে খেই হারায় তাঁরা। মোহাম্মদ নাওয়াজের বোলিং তোপের সামনে ছন্নছাড়া হতে হয় লঙ্কানদের। চার ওভার হাত ঘুরিয়ে ১৬ রান দিয়ে নাওয়াজের শিকার তিন উইকেট। লঙ্কান ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত স্কোরবোর্ডে কোনোমতে যোগ হয় ১২৮ রান।

নিজেদের চেনা মাঠে এই রান চেজ করাটা পাকিস্তানের জন্য নিতান্তই সহজ বিষয়। তবে শাহিবজাদা ফারহান যেন সব হিসাব ভুলে গেলেন। ব্যাট হাতে টর্নেডো বইয়ে দিলেন। একপ্রান্তে তাঁর ঝড়টা লঙ্কান বোলারদের সাথে চেয়ে চেয়ে দেখলেন সতীর্থ সায়িম আইয়ুবও।

সায়িম ফিরলেন, বাবর আজম ক্রিজে এলেন, তবে অন্যপ্রান্তে ঘটে যাওয়া ঘটনা ফারহানের ওয়ান ম্যান শোর ওপর কোনো প্রভাব ফেলল না। ফিফটি তুলে নিলেন ৩৩ বলে। তবে এরপর যেন আরও ভয় ধরাল তাঁর ব্যাট। শেষপর্যন্ত ৪৫ বল খেলে করলেন ৮০ রান। পাঁচ ছক্কা আর ছয় চারে সাজানো ইনিংসের স্ট্রাইক রেট ছিল প্রায় ১৭৮।

শেষপর্যন্ত অপরাজিত থাকতে হয় তাঁকে। একটা আক্ষেপ বোধহয় কাঁটার মতো বিঁধে আছে তাঁর বুকে—শ্রীলঙ্কা যদি আর ক’টা রান তুলতে পারত স্কোরবোর্ডে, হয়তো শতকের দেখা পেলেও পেতে পারতেন তিনি। তবে ততক্ষণে যে লঙ্কানদের দেওয়া ১২৯ রানের লক্ষ্য ২৭ বল আর সাত উইকেট হাতে রেখেই পার করে ফেলে পাকিস্তান।

গেল কিছু ম্যাচে নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারছিলেন ফারহান। তবে আজ যেন সেই ক্ষোভটাই লঙ্কান বোলারদের ওপর দিয়ে মেটালেন। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সাথে দলকেও জেতালেন।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link