রান পাহাড়ের চূড়ায়

ক্রিকেটে একজন ব্যাটসম্যানকে বিচার করা হয় তাঁর রান করার ক্ষমতার উপর ভিত্তিতে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এমন কয়েকজন ব্যাটসম্যান এসেছেন যারা রান করাটাকে ছেলেখেলাত রূপান্তরিত করেছেন। ভারতের লিটল মাস্টার তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে করেছেন ৩৪ হাজারেও বেশি রান। ওদিকে দ্বিতীয় অবস্থানে থাকা কুমার সাঙ্গাকারাও করেছেন ২৮ হাজার রান।

টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকার। টি-টোয়েন্টি ক্রিকেটে আবার এই কৃতিত্ব বিরাট কোহলির। সবমিলিয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান করেছেন মাত্র ৮ জন ব্যাটসম্যান। তবে এই তালিকায় আমরা দেখবো সেই পাঁচজনকে যারা সবচেয়ে দ্রুততম সময়ে ২৩ হাজার আন্তর্জাতিক রান করার কীর্তি গড়েছেন।

  • কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)

বিশ্বের ৫ম দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৩ হাজার রান করার কীর্তি গড়েন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের সফলতম এই ব্যাটসম্যানের ঝুলিতে আছে মোট ২৮০১৬ আন্তর্জাতিক রান।

তিন ফরম্যাট মিলিয়ে তাঁর ব্যাটিং গড় ৪৬.৭৭ এবং সবমিলিয়ে করেছেন ৬৩ টি সেঞ্চুরিও। কিংবদন্তি এই ব্যাটসম্যান তাঁর ২৩ হাজার রান পূর্ণ করেছিলেন মাত্র ৫৫৮ ইনিংসে।

  • জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)

জ্যাক ক্যালিস নিঃসন্দেহে আধুনিক ক্রিকেটের সেরা অলরাউন্ডার। সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায়ও তিনি আসবেন প্রবল ভাবেই। অলরাউন্ডার হওয়ার পাশাপাশি তাঁকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ও সফল ব্যাটসম্যানও বলা যায়।

আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ৪৯.১০ গড়ে করেছেন ২৫৫৩৪ রান। তাঁর ঝুলিতে আছে ৬২ সেঞ্চুরিও। তবে দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি তাঁর ২৩ হাজার রানের কোটা পূরণ করেছেন বিশ্বের চতুর্থ দ্রুততম ব্যাটসম্যান হিসেবে। এই রান করতে তিনি খেলেছেন মোট ৫৫১ টি ইনিংস।

  • রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়া ক্রিকেট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান ও অধিনায়ক রিকি পন্টিং। বিশ্ব ক্রিকেটেরও সফলতম ব্যাটসম্যানদের তালিকায় উপরের দিকেই থাকবেন। এই তালিকায়ও তিনি আছেন তৃতীয় অবস্থানে।

সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রিকি পন্টিং এর ঝুলিতে আছে ২৭৪৮৩ রান। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৭১ টি সেঞ্চুরির মালিকও তিনি। ওদিকে ২৩ হাজার রান করতে এই ব্যাটসম্যান খেলেছিলেন টি ইনিংস।

  • শচীন টেন্ডুলকার (ভারত)

ক্রিকেট ইতিহাসের সফলতম ব্যাটসম্যানের নাম শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে যার ঝুলিতে আছে ৩৪৩৫৭ রান। দুই যুগ লম্বা ক্যারিয়ার জুড়ে ব্যাটিং করেছেন ৪৮.৫২ গড়ে।

বিশ্ব ক্রিকেটের একমাত্র ব্যাটসম্যান হিসেবে যার ঝুলিতে আছে ১০০ টি সেঞ্চুরি করার রেকর্ড। দ্রুততম ২৩ হাজার রান করার এই তালিকাতেও তিনি তাই আছেন উপরের দিকেই। শচীন টেন্ডুলকার ২৩ হাজার রান করতে খেলেছিলেন ৫২২ টি ইনিংস।

  • বিরাট কোহলি (ভারত)

এই মুহুর্তে ক্রিকেট বিশ্বের সফলতম ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে রান করাটাকে রীতিমত ছেলেখেলায় পরিণত করেছেন

তিনি। সম্প্রতি বড় ইনিংস খেলতে না পারলেও একটা সময় সেঞ্চুরি করাটাকে ডেইলি রুটিনের মত করে ফেলেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্টে হাফ সেঞ্চুরি করেই পূরণ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের কোটা। হয়তো এই সংখ্যাগুলোকে তিনি আরো অনেকদূর নিয়ে যাবেন।

তবে এখন পর্যন্ত ২৩০৯৩ রান করা বিরাট কোহলির ব্যাটিং গড় ৫৫.২৪। এই রান করতে তিনি খেলেছেন ৪৯১ টি ইনিংস। ফলে তিনিই সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৩ হাজার রান করেছেন। পিছনে ফেলেছেন শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা কুংবা রিকি পন্টিং দের মত কিংবদন্তিদের।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link