একসাথে বাবা-ছেলের ফুটবল মাঠে নামার ঘটনা ফুটবলে বেশ বিরল। সবার ধারণা সেই বিরল ঘটনার মঞ্চায়ন করতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, সম্প্রতি তার ইউটিউব পডকাস্টে ‘মিস্টার বিস্ট’-কে আমন্ত্রণ জানিয়েছেন। রোনালদো তার পডকাস্টে মূলত মিস্টার বিস্টকে ভিন্ন ভিন্ন প্রশ্ন করেছেন। কিন্তু, রোনালদোর প্রশ্নের ঝড়ের পর মিস্টার বিস্ট তাকে একটি প্রশ্ন করেন।
মিস্টার বিস্ট তাকে প্রশ্ন করেন যে, রোনালদো কি তার ছেলের সাথে পেশাদার ফুটবল খেলবেন কি-না। এই প্রশ্নটি শুধু মিস্টার বিস্টের একার নয়। এই প্রশ্নটি যেন হাজারো ফুটবল ভক্তের। আসলেই তো, রোনালদো ৩৯ বছর বয়সেও যেভাবে মাঠে দাপট দেখিয়ে বেড়াচ্ছেন তাতে ভক্তদের মনে এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক।
রোনালদো এই সম্ভাবনাকে অস্বীকার করেননি। বরং, তিনি জানিয়েছেন সম্ভাবনার কথা। তার শরীর কেমন সাড়া দেয় তার উপর নির্ভর করবে সবকিছু। তিনি বলেন, ‘হয়তো, আমার ছেলে এখন চৌদ্দ বছর বয়সী। তো দেখা যাক, আমার পা আমাকে কতটা সহযোগিতা করে।’
ঠিক এমন একটি ঘটনা এনবিএ ইতিহাসে একবার ঘটেছে। এনবিএ-তে লেব্রন জেমস ও তার ছেলে ব্রনি একই সাথে খেলতে নেমেছিলেন। ফুটবলে এমনটি হলে তৈরি হবে এক নতুন ইতিহাস। কারণ কোনো বাবা ও ছেলের জুটি একসঙ্গে কখনও মাঠে নামেনি।
এই ইতিহাস তৈরির সবচেয়ে কাছাকাছি ছিলেন এইডর গুডইয়ন্সেন, যিনি চেলসি ও বার্সেলোনা সহ আরও অনেক ক্লাবে খেলেছেন। তিনি তার বাবার সঙ্গে ইতিহাস তৈরি করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। তবে তারা আইসল্যান্ড জাতীয় দলের হয়ে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একটি অনন্য ঘটনা মঞ্চস্থ করেন। যেখানে বাবা মাঠ থেকে বের হলে ছেলে তার জায়গায় নামেন।
রোনালদো যেমন অদম্য গতিতে এগিয়ে যাচ্ছেন, তাতে আমরা আশা রাখতেই পারি যে তিনি এবং তার ছেলে নতুন ইতিহাস গড়বেন। রেকর্ড বইয়ে নতুন আঁচড় কাটতে রোনালদোর জুড়ি মেলা ভার।