Social Media

Light
Dark

ফারুকির সুইংয়ে ব্যাটারদের চোখ ছানাবড়া

কত তাবড় তাবড় বোলাররা খেলছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাদের সবাইকে পেছনে ফেলে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন একজন আফগান। টি-টোয়েন্টি ফরম্যাটের প্রেক্ষাপটে আফগানিস্তান যথেষ্ট সমীহ করবার মত একটি দল। সেই দলটা এবার স্বপ্ন দেখছে বড় কিছু করবার। সেই বড় অর্জনের স্বপ্নকে সত্যি করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ফজল হক ফারুকি।

ads

ধারাবাহিকভাবে আফগানিস্তানের হয়ে উইকেট শিকার করে যাচ্ছেন তিনি। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পেসারদের পেছনে ফেলে এখন তিনি সর্বোচ্চ উইকেট শিকারি। এমনকি স্পিনাররাও যে তাকে টপকাতে পেরেছেন বিষয়টি কিন্তু তেমন নয়। তিনি রয়েছেন সবার উপরে।

তিন ম্যাচে তার শিকার ১২ খানা উইকেট। প্রথম ম্যাচে ৫ উইকেট বাগিয়েছিলেন উগান্ডার বিপক্ষে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেও নিয়েছেন ৪টি উইকেট। সর্বশেষ পাপুয়া নিউ গিনির ৩টি উইকেট নিজের পকেটে পুরেছেন আফগান এই পেসার।

ads

তার বোলিং তাণ্ডবেই প্রতিপক্ষ ব্যাটাররা যেন মাথা সোজা করে দাঁড়াতেই পারছেন না। সেদিক থেকে সবচেয়ে বেশি খুশি সম্ভবত আফগানিস্তানের সমর্থকরা। এই দলটা বেশ বৈচিত্র্যে ভরপুর। সময়ের অন্যতম লেগ স্পিনার রশিদ খান, চায়নাম্যান বোলার নুর আহমেদ রয়েছেন দলে। তাদেরকে পেছনে ফেলেছেন ফারুকি। তার বা-হাতের সুইং করা ডেলিভারি যেন এক একটি বিষাক্ত তীর।

মাত্র ৩.৫০ গড়ে উইকেট শিকার করে যাচ্ছেন ফজল হক ফারুকি। উইকেট শিকার করতে গিয়ে দেদারছে রান বিলিয়ে দিচ্ছেন না। মাত্র ৩.৭০ ইকোনমি রেট তার। এমন দুর্ধর্ষ বোলিংয়ের কল্যাণেই বেশ সহজেই আফগানিস্তান নিশ্চিত করে ফেলেছে সুপার এইটে নিজেদের জায়গা। তাইতো তার দায়িত্ব এখানেই শেষ হয়ে যাচ্ছে না।

বরং তার কাঁধে প্রত্যাশার এক অদৃশ্য পাহাড় চেপে বসেছে। সে প্রত্যাশার কতটুকু তিনি নিজেকে উজাড় করে দিতে পারবেন, সেটা হয়ত সময়ই বলে দেবে। এমন পারফমেন্স সুপার এইটে অব্যাহত রাখলে আফগানিস্তান যে ইতিহাস রচনা করবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link