গোল্ডেন বুটে ছয় আকাশ

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরো ২০২৪ এর শিরোপা নিজেদের করে নিয়েছে স্পেন। তবে ম্যাচটি হতে পারতো ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের। গোল করে দলকে জেতানোর সাথে সাথে এককভাবে গোল্ডেন বুটটি নিজের করে নিতে পারতেন তিনি। তবে এই পুরষ্কারটি আরও পাঁচ জনের সঙ্গে ভাগ করতে হয় তাঁকে।

সদ্য সমাপ্ত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো ঘটেছে এই বিরল ঘটনা। সর্বোচ্চ গোলের জন্য গোল্ডেন বুটের দৌড় একইসাথে শেষ করেছেন ৬ জন খেলোয়াড়। প্রত্যেকেই এই আসরে তিনটি করে গোল করে রয়েছেন প্রথম স্থানে।

এর আগে শেষ ২০১২ ইউরো জিতেছিল স্পেন। সেবারও একই রকম ঘটনা ঘটেছিল গোল্ডেন বুটের দৌড়ে। তিন গোল করে ছয়জন খেলোয়াড় ছিলেন সর্বোচ্চ গোলের তালিকায় প্রথম স্থানে। স্পেনের ফার্নান্দ তোরেস থেকে শুরু সেই তালিকায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। এবারও স্পেনের হয়ে দানি অলমো রয়েছেন এই তালিকায়।

কেইনের মতোই অলমোর কাছেও সুযোগ ছিল ফাইনালে গোল করে গোল্ডেন বুট নিজের করে নেওয়ার। তবে তিনি গোল ব্যর্থ হলেও তাঁর সতীর্থরা ব্যর্থ হননি। উইলিয়ামস ও ওয়ারজাবালের গোলে ২-১ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয় তাঁরা। শিরোপার স্বাদে হয়তো অলমোর এককভাবে গোল্ডেন বুট জেতার আক্ষেপ ঘুচে যাবে।

এই তালিকায় কেইন এবং আলমোর সাথে রয়েছেন নেদারল্যান্ডসের হয়ে দুর্দান্ত খেলা কডি গ্যাকপো। তাঁর নৈপুণ্যে আসরের সেমিফাইনাল খেলেছিল নেদারল্যান্ডস। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের সেই ম্যাচে গোল করতে ব্যর্থ হন গ্যাকপো। ফলে তাঁর দলও বাদ পরে যায় আসর থেকে।

তিন গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে সাহায্য করেছিলেন জার্মান তরুণ জামাল মুসিয়ালা। তবে আসরের শিরোপা জয়ী দল স্পেনের কাছে হেরে বিদায় নিতে  হয় তাঁদের। ফলে মুসিয়ালাকেও থামতে হয় তিন গোলেই। এছাড়াও জর্জিয়ার জর্গেস মিইকাউতাযে এবং স্লোভাকিয়ার ইভান স্কার্নযও তিন গোল করে ছিলেন এই তালিকায়। তবে উভয়ই দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে ব্যর্থ হন।

যদিও এর আগের আসরগুলোতে সর্বোচ্চ গোলের তালিকায় একের অধিক খেলোয়াড় থাকলেও একজনকেই দেওয়া হতো গোল্ডেন বুট। সেই নিয়মে টাই হওয়া খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ এসিস্ট প্রাপ্ত খেলোয়াড়কে দেওয়া হতো এই পুরষ্কার। এমনকি এসিস্ট সংখ্যা এক হলে সবচেয়ে কম সময় খেলা খেলোয়াড়কে দেওয়া হতো গোল্ডেন বুট। তবে এবার  বদল হয়েছে এই নিয়মের। ছয়জন খেলোয়াড়ের মধ্যেই ভাগ করে দেওয়া হয়েছে গোল্ডেন বুটের পুরষ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link