ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নাকি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এগিয়ে আছে কোনটি? এ নিয়ে তর্কটা চলে ক্রিকেট ভক্তদের মাঝে। বাস্তবিক অর্থে পিএসএল থেকে অনেক এগিয়েই আইপিএল। তবে এই দুই লিগেরই জনপ্রিয়তা কম নয়। আজ আমরা খোঁজার চেষ্টা করেছি এমন পাঁচ ক্রিকেটারকে যাদের নামের পাশে রয়েছে এই দুই লিগেই ফিফটি করার কৃতিত্ব।
- ডেভিড ওয়ার্নার
অস্ট্রেলিয়ার ক্রিকেটকে লম্বা সময় সার্ভিস দিয়েছেন ওয়ার্নার। অবিশ্বাস্য রেকর্ডে নামের পাশে ‘কিংবদন্তি’ খেতাব জুড়ে রয়েছে। আইপিএলেও ওয়ার্নারের রয়েছে দারুণ সব রেকর্ড। ৬২ ফিফটি সাথে চারটি সেঞ্চুরি, জানান দিচ্ছে আইপিএলে কতটা সমৃদ্ধ ছিলো তার ব্যাট।
তবে, ২০২৫ সালের আইপিএলে দল পাননি তিনি। পাড়ি জমিয়েছিলেন পিএসএলে। আর শুরুটা করেছিলেন দারুণ ভাবেই, করাচি কিংসের হয়ে প্রথম ম্যাচেই ফিফটি করে জানান দিয়েছিলেন বয়স বাড়লেও ফুরিয়ে যায়নি ব্যাটের ধার। সেই সাথে দুই লিগেই ফিফটি করার কৃতিত্বটাও অর্জন করেন অজি তারকা।
- হ্যারি ব্রুক
ইংলিশ তারকা হ্যারি ব্রুক আবার এগিয়ে আছেন একটু বেশি। দুই লিগেই সেঞ্চুরি করে দেখিয়েছেন ব্যাটের ঝলক। ২০২৩ আইপিএলে খেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। সে বছর হায়দ্রাবাদের হয়ে করেছিলেন অপরাজিত সেঞ্চুরি।
এর আগের বছর, ২০২২ সালে খেলেছেন পিএসএল। লাহোর কালান্দার্সের হয়ে সে বছর সেঞ্চুরি করেছিলেন তিনি। তাই তো তুই লিগে খেলে অর্জন করেছেন বিরল এক রেকর্ড।
- শেন ওয়াটসন
অষ্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়াটসন ক্যারিয়ার জুড়ে দাপট দেখিয়েছেন, আইপিএলেও চাহিদা ছিল তার। আইপিএল ক্যারিয়ারে আছে ২১ ফিফটি এবং চার সেঞ্চুরি। শুধু আইপিএল নয় মাতিয়েছেন পিএসএলও। এখানেও ৪৬ ম্যাচ খেলে আছে নয়টি ফিফটি প্লাস ইনিংস।
- সিকান্দার রাজা
জিম্বাবুয়ের এই অলরাউন্ডার পার করছেন নিজের সেরা সময়। ২০২৩ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন, করেছিলেন ফিফটি। পিএসএলেও আলো ছড়িয়েছেন সিকান্দার রাজা সেখানেও পেয়েছেন ফিফটির দেখা।
- ক্রিস লিন
অষ্ট্রেলিয়ার এই হার্ড হিটার ব্যাটসম্যান ফ্রাঞ্চাইজি লিগে বেশ পরিচিত মুখ ছিলেন। লম্বা সময় ধরে খেলেছেন আইপিএলে, সেখানে রয়েছে ১০ টি ফিফটি। পিএসএলেও দাপট দেখিয়েই খেলেছেন পুরোটা সময়। পিএসএল মঞ্চে রয়েছে তার সেঞ্চুরিও।
বিশ্ব ক্রিকেটে ফ্রাঞ্চাইজি লিগের সংখ্যাটা এখন অনেক বেড়েছে। প্লেয়ারদেরও বেছে নিতে হচ্ছে যে কোনো একটি লিগকে। তবে এই পাঁচ ক্রিকেটার মাঠ মাতিয়েছেন আইপিএল এবং পিএসএল দুই জায়গাতেই, সেই সাথে হয়েছেন বিরল এই রেকর্ডের সাক্ষী।