নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে সফল হতে পারেননি বিরাট কোহলি, তবে রেকর্ড গড়া থেমে থাকেনি তাঁর। মিচেল স্যান্টনারের ক্যাচ তালুবন্দি করেছিলেন তিনি, আর এর মধ্য দিয়ে সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তাঁর ক্যাচ সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল ৩৩৪-এ। অস্ট্রেলিয়ার বিপক্ষে জশ ইংলিশের ক্যাচ ধরে সংখ্যাটাকে বানিয়েছেন ৩৩৫।
ভারতীয় ইতিহাসে আর কোন ক্রিকেটারেরই এত বেশি ক্যাচ ধরার নজির নেই, স্যান্টনারের ক্যাচ ধরার মাধ্যমে তাই নতুন একটা পালক যুক্ত হলো কোহলির ঝুলিতে। সেই পালকের স্থায়িত্ব দিলেন তিনি আরও একটি ক্যাচ লুফে নিয়ে।
এর আগে অবশ্য ওয়ানডেতে ক্যাচ ধরার ক্ষেত্রে মোহাম্মদ আজহারউদ্দীনকে ছাড়িয়ে গিয়েছিলেন তিনি; এই ফরম্যাটে তাঁর মোট ক্যাচ আছে ১৫৯টা। অন্যদিকে টেস্ট এবং টি-টোয়েন্টিতে তিনি যথাক্রমে ১২১ এবং ৫৪ বার বলকে তালুবন্দি করতে পেরেছেন।
কোহলির এমন রেকর্ড গড়া দিনে খেলা-৭১ তুলে ধরেছে সর্বোচ্চ ক্যাচিংয়ের সংক্ষিপ্ত তালিকায় থাকা বাকি চারজনের গল্প।
- রাহুল দ্রাবিড় (৩৩৩)
দ্য ওয়াল রাহুল দ্রাবিড় ব্যাট হাতে যেমন ছিলেন নির্ভরযোগ্য, তেমনি ফিল্ডার হিসেবেও সবাই ভরসা করতে পারতো তাঁর ওপর। বিশেষ করে টেস্ট ফরম্যাটে স্লিপ ফিল্ডার হিসেবে নিজের খ্যাতি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি।
সাদা পোশাকে তাঁর ক্যাচ সংখ্যা ২০৯টা এবং ওয়ানডেতে ১২৪টা। বিরাটের আগে ভারতের হয়ে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড দ্রাবিড়ের কাছেই ছিল। অবশ্য উইকেটকিপিং করার অভিজ্ঞতা আছে তাঁর।
- মোহাম্মদ আজহারউদ্দিন (২৬১)
নিজের সময়কার অন্যতম সেরা ফিল্ডার ছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। বাজপাখির মত ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নিতে জানতেন তিনি। সবমিলিয়ে নিজের ক্যারিয়ারে ২৬১বার ক্যাচ নিয়েছেন সাবেক এই অধিনায়ক, এর মধ্যে ওয়ানডেতে নিয়েছেন ১৫৬টি। বাকি ১০৫টি ক্যাচ ধরেছেন সাদা পোশাকে।
- শচীন টেন্ডুলকার (২৫৬)
ব্যাটার হিসেবে প্রশংসা পেতে পেতে শচীন টেন্ডুলকার নিজেও বোধহয় ভুলে গিয়েছেন নিজের ফিল্ডিংয়ের কথা। ব্যাটিংয়ের মতই ফিল্ডিংয়ে তিনি ছিলেন দুর্দান্ত; বর্ণাঢ্য ক্যারিয়ারে ইতি টানার আগে ২৫৬টি ক্যাচ নিয়েছেন তিনি। এর মধ্যে টেস্ট ফরম্যাটে ১১৫টি, ওয়ানডেতে ১৪০টি এবং একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে তালুবন্দি করেছেন একটা ক্যাচ।
- রোহিত শর্মা (২২৯)
ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা নিজেও দলের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে পরিচিতি পেয়েছেন। তিন ফরম্যাটেই ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে অবদান রেখেছেন তিনি – ক্যারিয়ারে ২২৯ ক্যাচ লুফে নেয়ার পরিসংখ্যান সেটারই সাক্ষ্য দেয়।
ওয়ানডেতেই অবশ্য বেশি ক্যাচ নিয়েছেন রোহিত, সংখ্যাটা ৯৬। এর বাইরে লাল বলে নিয়েছেন ৬৮ ক্যাচ, আর সংক্ষিপ্ততম ফরম্যাটে নিয়েছেন বাকি ৬৫টা।