পাঁচ দলের মিনি বিপিএল

সময় স্বল্পতার কারণে টুর্নামেন্টটি ছোট আকারে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর, আর টুর্নামেন্ট মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ ১৯ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত।

জটলা কেটে গেছে। সময় মতই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পাঁচটি দল নিয়ে আয়োজিত হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি আসর।

টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজিগুলো হলো— চ্যাম্পিয়ন স্পোর্টসের ঢাকা ক্যাপিটাল, ট্রায়াঙ্গল সার্ভিসের চট্টগ্রাম, টগি স্পোর্টস লিমিটেডের রংপুর রাইডার্স, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের রাজশাহী এবং জগলু অ্যান্ড ক্রিকেট উইদ সামির সিলেট ইউনাইটেড।

দল কমে যাওয়ায় ম্যাচসংখ্যাও কমবে। আগের ফরম্যাট অনুযায়ী লিগ পর্বে হবে ২০টি ম্যাচ, সুপার ফোরে আরও ৪টি। অর্থাৎ মোট ২৪ ম্যাচের সংক্ষিপ্ত বিপিএল। দল কম থাকায় বিপিএলের পরিধি কমে যাচ্ছে নতুন আসরে। ম্যাচ গেল আসরে ছিল ৪৬ টি। ফলে, টিকিট বিক্রি, টিভি রাইটস ও গ্রাউন্ডস রাইট থেকে যে ৩০ শতাংশ লভ্যাংশ ফ্র্যাঞ্চাইজিদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি এবার তুলনামূলকভাবে কম হতে পারে এই আসরে।

এবারের বিপিএলে অংশ নিতে মোট ১১টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। তবে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে তিনটি দল— এসকিউ স্পোর্টসের চিটাগং কিংস, বাংলা মার্কের নোয়াখালী এবং মাইন্ড ট্রি লিমিটেডের খুলনা টাইগার্স। এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই)–এর শর্ত পূরণ না করায় তাদের অযোগ্য ঘোষণা করা হয়।

চূড়ান্ত পর্যায়ে বাকি আটটি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত হয়েছে পাঁচটি। বাদ পড়েছে আকাশ বাড়ি হলিডেজ অ্যান্ড রিসোর্টের বরিশাল, দেশ ট্রাভেলসের রাজশাহী এবং এসএস গ্রুপের কুমিল্লা।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শাখাওয়াত হোসেন জানান, ফ্র্যাঞ্চাইজি মনোনয়নে তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে— আর্থিক সক্ষমতা, সততা ও উদ্দেশ্য–লক্ষ্য। নির্বাচিত ফ্র্যাঞ্চাইজিগুলোকে এখন পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ১০ কোটি টাকার ব্যাংক জামানত দিতে হবে, যা ছয় মাসের জন্য কার্যকর থাকবে।

এবারই প্রথম পাঁচ দল নিয়ে আয়োজিত হবে বিপিএল। সময় স্বল্পতার কারণে টুর্নামেন্টটি ছোট আকারে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর, আর টুর্নামেন্ট মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ ১৯ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত।

Share via
Copy link