কার্টিস ক্যাম্ফারের পাঁচে পাঁচ!

পেশাদার ক্রিকেটের ইতিহাসে পাঁচ বলে পাঁচ উইকেট শিকার করে অনন্য এক কীর্তি গড়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাঁর এমন পারফরম্যান্স নাম লিখিয়েছে রেকর্ডের পাতায়।

পেশাদার ক্রিকেটের ইতিহাসে পাঁচ বলে পাঁচ উইকেট শিকার করে অনন্য এক কীর্তি গড়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাঁর এমন পারফরম্যান্স নাম লিখিয়েছে রেকর্ডের পাতায়।

ইন্টার-প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফি-তে মুনস্টার রেডসের হয়ে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে খেলতে নেমেছিলেন ক্যাম্ফার। ম্যাচটি ছিল টুর্নামেন্টের ২৩তম। ওয়ারিয়র্সের ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নামা ব্যাটারদের একাই গুঁড়িয়ে দেন এই ডানহাতি পেসার। পাঁচ বলে নিয়েছেন পাঁচ উইকেট! যা পেশাদার ক্রিকেট ইতিহাসে প্রথমবার।

দুই ওভারে ভাগ হয়ে আসে ক্যাম্ফারের এই অলৌকিক কীর্তি। ১২তম ওভারের শেষ দুই বলে তুলে নেন জ্যারেড উইলসন ও হিউমের উইকেট। এরপর ১৪তম ওভারে হ্যাটট্রিক—প্রথমে অ্যান্ডি ম্যাকব্রিনকে ফিরিয়ে দেন, এরপর টানা দুই বলে বিদায় করেন রবি মিলার ও জশ উইলসনকে।

পুরো ওয়ারিয়র্স দল অলআউট হয়ে যায় মাত্র ৮৮ রানে, ফলে ১০০ রানের বিশাল জয় পায় মুনস্টার রেডস।

দারুণ ফর্মে থাকা ক্যাম্ফার ম্যাচ শেষে ২.৩ ওভারে ১৬ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। আঙুলের ইনজুরির কারণে বেশ কিছুদিন ছিলেন মাঠের বাইরে। তবে ইনজুরি কাটিয়ে ফেরার পরই নিজেকে আবারও প্রমাণ করলেন দুর্দান্তভাবে।

আন্তর্জাতিক ক্রিকেটে এর আগেও একবার এমন কীর্তির কাছাকাছি গিয়েছিলেন ক্যাম্ফার। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে নিয়েছিলেন চার বলে চার উইকেট। এবার ঘরোয়া লিগে সেই রেকর্ডকে ছাপিয়ে পেশাদার ক্রিকেট ইতিহাসের একমাত্র বোলার হিসেবে নাম লিখিয়েছেন পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার অনন্য তালিকায়।

 

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link