কোচের সাথে দ্বন্দ্ব মার্সেলোর, ছাড়তে হলো ক্লাব

অথচ ফ্লুমিনেজকে ঘিরে তাঁর ভাল লাগা কম ছিল না। অলিম্পিকোসের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সেটা বাতিল করে ফ্লুমিনেজে এসেছিলেন তিনি। আবার তাঁদের হয়ে কোপা লিবার্তাদোরস জেতার পর ক্যারিয়ারের ‘সবচেয়ে আরাধ্য শিরোপা’ জয় হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন চারবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই তারকা।

সাইডলাইনে দাঁড়িয়ে মাঠে নামার অপেক্ষায় ছিলেন মার্সেলো, চতুর্থ রেফারি বদলির ঘোষণা দিলেই নামবেন খেলায়। কিন্তু হঠাৎ করেই ঘটে গেলো অপ্রীতিকর এক কাণ্ড, কোচ মানো মেনেজেস এক রকম ধাক্কা দিয়েই বেঞ্চে পাঠিয়ে দেন তাঁকে। পেশাদারিত্বের খেলা ফুটবলে এ যেন চরম অপেশাদারিত্ব।

কিন্তু কি হয়েছিলো আসলে সেটা তখন বোঝা যায়নি আসলে। তবে ম্যাচ শেষে মেনেজেস ঠিকই নিজের পক্ষে সাফাই গেয়েছেন। তিনি বলেন, ‘আমি মার্সেলোকে মাঠে নামাতে চেয়েছিলাম। কিন্তু সে এমন কিছু কথা বলেছে যা আমার পছন্দ হয়নি এজন্য আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি।’

ব্রাজিলিয়ান এই লেফটব্যাক কি বলেছেন সেটা এখন পর্যন্ত জানা যায়নি; তবে কোচের সাথে তাঁর সু-সম্পর্ক ছিল না, সেটা নিশ্চিত। বদলি হিসেবে নামার আগ মুহূর্তে চতুর্থ রেফারির সাথে দাঁড়িয়ে থাকার সময় তাঁকে ট্যাকটিক্স নিয়ে কিছু বলার চেষ্টা করেছিলেন কোচ, সেটা বোধহয় ভাল লাগেনি তাঁর।

সাবেক রিয়াল মাদ্রিদ তারকা তাই কোচকে আলোচ্য বিষয়ে ‘না’ বলে বসেন। আর শিষ্যের এমন বেপরোয়া ভাব-ভঙ্গি তাঁতিয়ে দিয়েছে ফ্লুমিনেন্সের হেডমাস্টারকে।

অবশ্য মাঠের ঘটনা মাঠে সীমাবদ্ধ থাকেনি আর। ম্যাচ শেষ হতেই ক্লাবের সঙ্গে বৈঠকে বসেন মার্সেলো, আসে চুক্তি বাতিলের সিদ্ধান্ত। আপাতত ফ্রি এজেন্ট হিসেবে থাকবেন তিনি। হয়তো খুঁজবেন নতুন কোন ক্লাব।

অথচ ফ্লুমিনেন্সকে ঘিরে তাঁর ভাল লাগা কম ছিল না। অলিম্পিকসের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সেটা বাতিল করে ফ্লুমিনেজে এসেছিলেন তিনি। আবার তাঁদের হয়ে কোপা লিবার্তাদোরস জেতার পর ক্যারিয়ারের ‘সবচেয়ে আরাধ্য শিরোপা’ জয় হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই তারকা।

Share via
Copy link