প্রতিটা মানুষ তাঁর নির্দিষ্ট জীবন পরিকল্পনা থাকে। তাঁদের সেই পরিকল্পনা মোতাবেক এগিয়ে যেতে জীবনের বিভিন্ন স্তরে মানুষ নিজেকে উৎফুল্ল রাখতে এবং কাজের প্রতি স্পৃহা বাড়াতে অন্য কোন মহৎ ব্যক্তিদের অনুসরণ, অনুকরণ করে থাকেন। তাঁরা তাঁদের জীবনের লক্ষ্য এবং কর্মপরিকল্পনার উপর ভর করে সংশ্লিষ্ট পথে যারা ছিলেন সেরা তাঁদেরকে নিজেদের আদর্শ মেনে কাজ করতে থাকেন। ফুটবলারও এর ব্যতিক্রম নয়।
আজ বেশ কিছু খেলোয়াড় এবং তাঁদের আদর্শের একটি তালিকা তৈরির প্রচেষ্টা রইলো। যাদেরকে অনুকরণ, অনুসরণ এবং সর্বোপরী তাঁদের থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সেরাদের সেরা হয়েছেন মেসি, বেনজেমা, আগুয়েরোরা।
- জ্যাভিয়ের হার্নান্দেজ (স্পেন)
বার্সেলোনা তথা স্পেনের সেরা মিডফিল্ডাদের তালিকায় জাভিয়ার হার্নান্দেজের নাম না থাকটা অস্বাভাবিক। এই খেলোয়াড়ও তাঁর শৈশবে ভালবেসেছিলেন সাউদাম্পটন তারকা ম্যাট লে টিসিয়ার। ব্রিটিশ এই এটাকিং মিডফিল্ডারকে নিজের আইডল মেনেই জাভি নিজেকে গড়ে তুলেছিলেন এবং ইনিয়েস্তার সাথে জুটি বেঁধে শাসন করেছেন ইউরোপিয় ফুটবল।
- ডেভিড বেকহ্যাম (ইংল্যান্ড)
ইতিহাসে অন্যতম আড়ম্বরপুর্ণ একজন খেলোয়াড় ইংল্যান্ডের ডেভিড বেকহাম। তাঁর পোশাক, তাঁর লাইফস্টাইল অনুকরণ করেনি বা করতে চায়নি এমন তরুণ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু এই খেলোয়াড়ও অনুসরণ করেছেন তাঁরই ক্লাবের সাবেক মিডফিল্ডার ব্রায়ান রবসনকে। রবসনকে আদর্শ মেনেই পরবর্তীতে রেড ডেভিলদের সেরা খেলয়ার হয়েছিলেন বেকহাম।
- সার্জিও অ্যাগুয়েরো (আর্জেন্টিনা)
সার্জিও অ্যাগুয়েরো তাঁর আত্মজীবনে লিখেছিলেন তাঁর একটা আলাদা টান রয়েছে লিভারপুলের প্রতি। এমন টানের পেছনে কারণ হিসেবে রয়েছে তাঁর হিরো মাইকেল ওয়েন। মাইকেল ওয়েন তাঁর জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন লিভারপুলে। লিভারপুলের থাকাকালীন ওয়েনের খেলার ধরণ, তাঁর ফুটবল শৈলী খুব বেশি প্রভাবিত, উৎসাহিত করে এবং তাঁকে সেরা একজন স্ট্রাইকার হতে অনুপ্রাণিত করে।
- রবার্ট লেওয়ানডস্কি (পোল্যান্ড)
বর্তমান পৃথিবীর সেরা স্ট্রাইকারদের নি:সন্দেহে একজন রবার্ট লেওয়ানডস্কি। তাঁর এই সেরা হবার পিছনে অনুপ্রেরণা ছিলেন থিয়েরি হেনরি। আর্সেনালে থাকতে হেনরি গোল করেছিলেন ২২৮ টি। তিনি স্ট্রাইকার হিসেবে তাঁর ক্যারিয়ারের চূড়ায় ছিলেন। ঠিক তখনই লেওয়ানডস্কি একপ্রকার পড়াশোনা করেছেন হেনরিকে নিয়ে, তাঁর খেলার ধরণ নিয়ে, চেষ্টা করছেন হেনরির ফুটবল শৈলী রপ্ত করার। বাকিটা এখন সবারই জানা।
- করিম বেনজেমা (ফ্রান্স) এবং জ্লাতান ইব্রাহিমোভিচ (সুইডেন)
রোনালদো লিমা, ব্রাজিলের ইতিহাসে সেরাদের সেরা একজন স্ট্রাইকার। তাঁকে অনুসরণ কিংবা তাঁকে নিজেদের হিরোর আসনে বসানো তরুণের সংখ্যা নেহায়েৎ কম নয়। শত শত তরুণের মতো করিম বেনজেমার প্রিয় খেলোয়াড় এই রোনালদো, আরনাইন।
তাঁর খেলার ধরণ এবং গোল করবার ক্ষমতা বেনজেমাকে অনেকবেশি অনুপ্রাণিত করেছে। তবে অবাক করা বিষয় জ্লাতান ইব্রাহিমোভিচ রোনালদোর খেলার প্রসংশা করেছেন বহুবার। ইব্রাহিমোভিচ তাঁর খেলোয়াড়ি জীবনে সর্বদা নিজেকে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে দাবি করেছেন। তাঁর মুখ থেকে প্রসংশা পাওয়া প্রমাণ করে রোনালডো ছিলেন অনন্য।
- অস্কার (ব্রাজিল) ও পল পগবা (ফ্রান্স)
বিশ্বকাপ জয়ী পল পগবা এবং ব্রাজিলের হারিয়ে যাওয়া নক্ষত্র অস্কারের আইডল, হিরো হলেন রিকার্ডো কাকা। তাঁর সময়ে কাকা ছিলেন অনবদ্য, দুর্বার। তাঁর খেলা অনুপ্রেরণা জুগিয়েছে অনেককেই, সাথে পগবা এবং অস্কারকেও। তাদের দু’জনের স্বপ্ন ছিল কাকার মত ইউরোপিয় লিগে আধিপত্য বিস্তার করতে। পগবা পারলেও শেষমেষ অস্কার তাঁর স্বপ্ন থেকে সরে এসে যোগ দিয়েছে চায়নিজ ক্লাবে।
- ইডেন হ্যাজার্ড (বেলজিয়াম) এবং মারিও গোটজে (জার্মানি)
হ্যাজার্ড ও গোটজের হিরো বা আদর্শ হলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা জিনেদিন জিদান। জিদানের মার্জিত খেলার ধরণ ও তাঁর খেলোয়াড়ি কূটকৌশল অনেক বেশি অনুপ্রাণিত করছে হ্যাজার্ড ও গোটজেকে। তাঁরা তাঁদের ছেলেবেলা থেকেই ছিলেন জিদানের ভক্ত।
- সেস ফ্যাব্রিগাস ও আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন)
ধূর্ত কোচ পেপ গার্দিওয়ালা একসময় ছিলেন তুখোর মধ্যমাঠের খেলোয়াড়। তাঁর খেলার অসাধারণ নৈপুন্যে অনুপ্রানিত হয়ে তাঁকে অনুকরণ করার চেষ্টা করেছেন সেস ফ্যাব্রিগাস ও আন্দ্রেস ইনিয়েস্তা । গার্দিওয়ালার পজিশন এবং তাঁর সৃজনশীল খেলার ধরণ আয়ত্ব করে পরবর্তীতে সেরাদের সেরা হয়ে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন ফ্যাব্রিগাস ও ইনিয়েস্তা।
- লুইজ সুয়ারেজ (উরুগুয়ে)
সুয়ারেজ নি:সন্দেহে একজন অসাধারণ স্ট্রাইকার। এই অসাধারণ স্ট্রাইকারে আইডল হলেন আর্জেন্টিনার গোলমেশিন বাতিস্তুতা। বাতিস্তুতার মতো বিধ্বংসী হবার প্রচেষ্টা করতে করতে সুয়ারেজ নিজেকে বানিয়েছেন এমন একজন স্ট্রাইকার যাকে দলে পেলে যেমন স্বস্তি কাজ করবে, ঠিক তেমনি প্রতিপক্ষে থাকা সুয়ারেজ ত্রাসের কারণ।
- লিওনেল মেসি (আর্জেন্টিনা)
ফুটবলের এক অনন্য নক্ষত্র, ভিনদেশের খেলোয়াড় আখ্যা পাওয়া লিওনেল মেসিরও রয়েছে একন আদর্শ। তিনি তাঁর স্বদেশি পাবলো আইমারকে বসিয়েছিলেন নিজের আইডলের স্থানে। এইমার ছিলেন কৌশল্গত দিক দিয়ে অসাধারণ এবং প্রসংশনীয় ছিলেরন ফুটবল শৈলীতে। তাই হয়তো মেসির পছন্দের খেলোয়াড় ছিলেন আইমার।
- ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)
সি আর সেভেন কোনো নির্দিষ্ট কাউকে অনুসরণ করে না। তবে, যখনই প্রশ্ন করা হয়, ‘আপনার আদর্শ কে?’ রোনালদো উত্তর দেন, অন্য কেউ নয় – তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা তিনি নিজেই।
আদর্শ ব্যতিত পথভ্রষ্ট হবার সম্ভাবনা অত্যন্ত প্রখর। তাই সকল সফল মানুষই তাঁদের জীবনে কাওকে না কাওকে আদর্শ মেনেই পথ অতিক্রম করেছেন। লক্ষ্য স্থির রেখে একজনের ভাল দিক অনুসরণ করে সাফল্য আসুক সবার জীবনেই।
– টক স্পোর্টস অবলম্বনে