বড় ভাই আগে থেকেই ছিলেন। যোগ দিলেন এবার ছোট ভাই। ভুটানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে তাজ উদ্দিনের। তিনি শুরু থেকেই খেলেছেন রাইট-ব্যাক হিসেবে। আর বিপরীত প্রান্তে, লেফট-ব্যাকে ছিলেন তারই ভাই সাদ উদ্দিন।
দুই ভাই—দুই প্রান্ত আগলে রেখে খেলেছেন দেশের হয়ে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে স্মরণীয় এক মুহূর্ত, নি:সন্দেহে। ফুটবল বিশ্বে এমন ভাইদের যুগল খুব একটা দেখা যায় না, যারা একই সঙ্গে ফুলব্যাক-উইংব্যাক জুটি হিসেবে মাঠে নামেন। তবে কিছু আইকনিক উদাহরণও রয়েছে।
- রাফায়েল ও ফাবিও দ্য সিলভা (ম্যানচেস্টার ইউনাইটেড ও ব্রাজিল)
কিংবদন্তি কোচ স্যার আলেক্স ফার্গুসনের অধীনে একসঙ্গে খেলেছেন এই ব্রাজিলিয়ান যমজ—রাফায়েল ছিলেন রাইট-ব্যাকে, আর ফাবিও লেফট-ব্যাকে। দুই প্রান্তেই তারা আনতেন গতি, আগ্রাসন আর ব্রাজিলিয়ান ফ্লেয়ার। যদিও, দু’জনই এখন ফিরে গেছেন ব্রাজিলিয়ান লিগে। জাতীয় দলের হয়েও দু’টি ম্যাচ খেলেছেন।
- গ্যারি ও ফিল নেভিল (ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ড)
গ্যারি ছিলেন নির্ভরযোগ্য রাইট ব্যাক, আর ফিল ছিলেন ইউটিলিটি ফুটবলার। খেলতেন নানা পজিশনে—যার মধ্যে অন্যতম ছিল লেফট ব্যাক। ক্লাব ও দেশের হয়ে একসঙ্গে অনেক ম্যাচ খেলেছেন তারা।