সাত নম্বরে হাতুরুসিংহের বিবেচনায় চারজন

সাত নম্বরের ইস্যুতে বল কোচ চান্দিকা হাতুরুসিংহের কোর্টেই ঠেলে দিয়েছেন নির্বাচকরা। আর কোচের ভাবনায় আপাতত মাহমুদউল্লাহ রিয়াদ নেই। স্কিল ক্যাম্পের জন্য কোচের দেওয়া ২০ জনের তালিকাতেই অভিজ্ঞ এই ক্রিকেটারের নাম নেই।

এখন প্রশ্ন হল, সাত নম্বরের জন্য কাকে পছন্দ কোচের? তিনি তালিকাটা আপাতত চার জনে নামিয়ে এনেছেন। সেই চারজন হলেন – আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, শামিম হোসেন পাটোয়ারি ও সৌম্য সরকার।

সৌম্য সম্প্রতি ইমার্জিং এশিয়া কাপে অলরাউন্ডার ভূমিকায় খারাপ করেননি। যদিও, ইমপ্যাক্ট ছিল কম। তবে বেশি ভালো ছিল মেহেদীর পারফরম্যান্স। ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং – তিন বিভাগেই দুর্দান্ত ছিলেন তিনি। পরিস্থিতি বুঝে ভয়ডরহীন ব্যাটিং করেছেন।

আফিফ হোসেন ধ্রুব অবশ্য এই তালিকাতে আছেন আগে থেকেই। এমনকি তাঁকে দিয়ে টি-টোয়েন্টিতে ইনিংসের সূচনাও করিয়েছেন হাতুরুসিংহে। আফিফ নিজেও জানিয়েছেন, তিনি ওপরের দিকে ব্যাট করতে চান। ফলে, বোঝা যাচ্ছে যে ভূমিকাতেই হোক – তাঁকে দেখা যাবে এশিয়া কাপ বা বিশ্বকাপের দলে।

অন্যদিকে, শামিম হোসেনের নামটা যোগ হয়েছে হঠাৎ করেই। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর। শেষের দিকে নেমে তিনি খেলেছেন কার্যকর ইনিংস।

আর শামিম হোসেনের ব্যাটিংয়ের ধরণটা পছন্দ হাতুরুসিংহের। বরাবরই চৌকশ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে থাকেন হাতুরুসিংহে। সেক্ষেত্রে সাত নম্বরে তিনিও হতে পারেন আদর্শ পছন্দ। তবে, বোলিংয়ের সক্ষমতা বিবেচনায় এগিয়ে থাকবেন সৌম্য ও মেহেদীই।

আপাতত এশিয়া কাপে সাত নম্বরে কে খেলবেন সেটা জানা যাবে ছয় কিংবা সাত আগস্ট। এর মধ্যেই এশিয়া কাপের জন্য স্কোয়াড চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা।

পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু হবে আগামী ৩০ আগস্ট। এবার এশিয়া কাপ হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত ও পাকিস্তান রয়েছে গ্রুপ এ-তে।

অন্যদিকে, বাংলাদেশ রয়েছে গ্রুপ বি-তে। ৩১ আগস্ট শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করবেন সাকিব-মুশফিকরা। এরপর তিন সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের মাটিতে।

লেখক পরিচিতি

সম্পাদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link