কি হয়ে গেল পাকিস্তান দলের?

পিটারসনের কথা উড়িয়ে দেয়া যায় না, সাম্প্রতিক সময়ে পাকিস্তান শক্তি হারিয়েছে ব্যাপকভাবে। পেস বিভাগের ফর্ম হ্রাস পেয়েছে, ব্যাটাররাও অধারাবাহিক হয়ে পড়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন টেস্টে হার, এরপর বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই নেমেছিল পাকিস্তান। কিন্তু শেষদিনের নাটকীয়তায় দশ উইকেটে পরাজয়ের স্বাদ পেয়েছে তাঁরা। সবমিলিয়ে শেষ চার টেস্টের চারটিতেই হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে দলটির; ফলে ক্রিকেটারদের সমালোচনায় এখন মুখর পুরো দেশ।

বাদ যাননি কেভিন পিটারসনও, সাবেক এই ইংলিশ ক্রিকেটার অবশ্য সমালোচনা করেননি বরং অবাক হয়েছেন পাকিস্তান দলের এমন হতশ্রী পারফরম্যান্সে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুবাদে পাক ক্রিকেটারদের ব্যাপারে তাঁর জানাশোনা ছিল ভালোই কিন্তু এখনকার সঙ্গে সেটা মেলাতে পারছেন না।

তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের কি হয়ে গেল? যখন আমি পিএসএল খেলতাম তখন টুর্নামেন্টের মান কত উপরে ছিল! খেলোয়াড়দের কাজের প্রতি নিবেদন ছিল, তরুণরা নিজেদের দুর্দান্ত প্রতিভা দেখাতো। কিন্তু এখন কি হচ্ছে সেখানে?’

পিটারসনের কথা উড়িয়ে দেয়া যায় না, সাম্প্রতিক সময়ে পাকিস্তান শক্তি হারিয়েছে ব্যাপকভাবে। পেস বিভাগের ফর্ম হ্রাস পেয়েছে, ব্যাটাররাও অধারাবাহিক হয়ে পড়েছেন। তিনি ছাড়াও আরেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভনও পাকিস্তান বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচকে ঘিরে নিজের মতামত জানিয়েছেন। বিশেষ করে বাংলাদেশ যে পারফরম্যান্স দেখিয়েছে তাতে মুগ্ধ হয়েছেন তিনি, একই সাথে স্বাগতিকদের খেলা দেখে হয়েছেন বিরক্ত।

এক্সে (টুইটার) নিজের একাউন্টে ভন লিখেন, ‘দুর্দান্ত একটা জয় বাংলাদেশের জন্য, অসাধারণ পারফরম্যান্স করেছে তাঁরা। আর পাকিস্তান তো বাজে অবস্থায় আছে।’

যদিও পাঁচ দিনের টেস্টে চারদিনই সমানে সমানে লড়েছিল শান মাসুদের দল; কিন্তু শেষদিন সাকিব আল হাসান আর মেহেদি মিরাজের ঘূর্ণির বিপরীতে দাঁড়াতেই পারেনি তাঁদের ব্যাটিং লাইনআপ। এর আগে অবশ্য দুই দলের মাঝে ব্যবধান গড়ে দিয়েছেন মুশফিকুর রহিম, ১৯১ রানের অতিমানবীয় এক ইনিংস খেলে ম্যাচ সেরার পুরষ্কারও নিজের করে নিয়েছেন তিনি।

Share via
Copy link