সেনা জয়ী চার এশিয়ান সেনানী

প্রাণঘাতী বাউন্স আর আগুনে গতি, যেকোনো ব্যাটিং লাইন আপের জন্য ‘নাইটমেয়ার’। বিশেষ করে স্পিন বান্ধব উইকেটে খেলে অভ্যস্ত এশিয়ার দলগুলোর জন্য তো বটেই। এখানে ম্যাচ জেতা তো দূরের কথা, টিকে থাকাটাই অনেক সময় হয়ে ওঠে অনেক বড় সাফল্য।

ক্রিকেটের জগতে ‘সেনা’ দেশগুলো যেন দানবের আস্তানা। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এবং অস্ট্রেলিয়া এই চার পরাশক্তির ঘরের মাঠ যেন দুর্ভেদ্য দুর্গ। প্রাণঘাতী বাউন্স আর আগুনে গতি, যেকোনো ব্যাটিং লাইন আপের জন্য ‘নাইটমেয়ার’। বিশেষ করে স্পিন বান্ধব উইকেটে খেলে অভ্যস্ত এশিয়ার দলগুলোর জন্য তো বটেই। এখানে ম্যাচ জেতা তো দূরের কথা, টিকে থাকাটাই অনেক সময় হয়ে ওঠে অনেক বড় সাফল্য।

তবু, এখন অবধি চার এশিয়ান অধিনায়ক ঘটিয়েছেন এক অদ্ভুতড়ে কাণ্ড। ‘সেনা’র দেশে গিয়ে তাদেরই ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে এসেছে তারা। মিশন ইম্পসিবলের তারকা যেন তারা একেকজন। প্রতিকূলতার পাহাড় ডিঙিয়ে তারা দেখিয়ে দিয়েছেন, সাহস আর কৌশলের মিশেলে বাঘকেও জঙ্গলেই কাবু করা যায়। আসুন, জেনে নেওয়া যাক সেই চারজনের অবিস্মরণীয় সাফল্যের গল্প।

  • মাহেলা জয়াাবর্ধনে

২০০৬ সালে ইংল্যান্ডের ঘরের মাটিতে ইংলিশদের ওয়ানডে ৫-০ তে হারিয়ে দেয় শ্রীলঙ্কা। প্রথম কোন এশিয়ান অধিনায়ক হিসেবে সেনা দেশে তাদেরকেই হোয়াইট ওয়াশের অনন্য এক রেকর্ড করেন মাহেলা জয়াবর্ধনে। ব্যাট হাতে নিজে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন সেবার। দুই সেঞ্চুরি আর এক ফিফটিতে ১০৯.৩৩ গড়ে রান করেছিলেন ৩২৮।

  • মহেন্দ্র সিং ধোনি

২০১৬ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের কাছে ৩-০ তে টি-টোয়েন্টিতে হোওয়াইটওয়াশ হয় অজিরা। ভারতের সাফল্যের নেপথে সর্বজয়ী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। ঘরের মাঠে এর আগে কখনোই ধবলধোলাই হবার লজ্জা ছিল না অজিদের। ধোনির বুদ্ধিদীপ্ত কৌশলেই ভারত এই অসাধ্য সাধন করেছিল।

  • বিরাট কোহলি

২০২০ সালে নিউজিল্যান্ডকে ঘরের মাটিতে ধবলধোলাই করে বিরাট কোহলির ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাঁচটি তেই হারে কিউইরা। প্রচণ্ড প্রতিযোগিতামূলক সিরিজে দুইটি ম্যাচে তো সুপার ওভারে গিয়ে জিততে হয় ভারতকে। কোহলির আক্রমণাত্মক ফিল্ডিং সেট আর ব্যাটিং এপ্রোচেই এমন সাফল্য এসেছিল ভারতের।।

  • মোহাম্মাদ রিজওয়ান

সবশেষে এই তালিকায় নাম লিখালেন মোহাম্মাদ রিজওয়ান ও। এক ভাঙাচোরা দল নিয়ে কি ভেলকিবাজিই না করে যাচ্ছেন তিনি। বাবর আজম, শাহিন আফ্রিদির ব্যর্থতার পর দলের হাল ধরেন তিনি। প্রথম সিরিজেই ওয়ানডে ২২ বছর পর অস্ট্রেলিয়া গিয়ে সিরিজ জিতে এসেছেন তিনি।

তবে নিজের সেরাটা যেন তিনি তখনও তুলে রেখেছিলেন। সম্প্রতিই সাউথ আফ্রিকা গিয়ে তাদেরকে ওয়ানডে তে ৩-০ তে হোয়াইট ওয়াশ করে এলেন তিনি। নিজেদের মাটিতে এই প্রথম ধবলধোলাইরের স্বাদ পেল আফ্রিকানরা। ব্যাট হাতে ৪৫ গড়ে রান করেছেন এই সিরিজে, ছিল দুইটা ফিফটিও।

Share via
Copy link