বসুন্ধরা কিংস বরাবরই দেশের ফুটবলে নতুনত্ব আনার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এবার তারা ডেডলাইন দিন দলে ভিড়িয়েছে আর্জেন্টাইন হুয়ান লেসকানোকে।
৩২ বছর বয়সী এই স্ট্রাইকারের আছে রিয়াল মাদ্রিদ অনূর্ধ্ব-১৯ আর লিভারপুলের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলারও অভিজ্ঞতা। সবশেষ তিনি খেলেছেন চাইনিজ লিগের সেকেন্ড ডিভিশনে।
হুয়ান পেশাদার ফুটবলে ২৪৭ ম্যাচে করেছেন ৬২ গোল আর ১৩ এসিস্ট। দশের উপরে লিগ ও ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতাও আছে তার ঝুলিতে। মূলত তিনি সেন্টার ফরওয়ার্ড পজিশনের খেলোয়াড়।

তবে দলের প্রয়োজনে সেকেন্ড স্ট্রাইকার বা উইঙ্গার হিসেবে খেলতে পারেন তিনি। প্রায় ছয় ফুট এক ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার হেডিংয়েও বেশ পটু।
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বসুন্ধরা কিংস। টেবিল টপার মোহামেডান থেকে পিছিয়ে আছে সাত পয়েন্টে। বাকি আছে আর মাত্র আটটি ম্যাচ।
এ বাদে ব্রাজিলিয়ান ডেশিয়াল, ঘানার উইঙ্গার ইভ্যান্স ইট্টিদেরও দলে ভেড়িয়েছে তারা। দেরিতে হলেও যেন শিরোপা লড়াইয় মগ্ন হতে চায় বসুন্ধরা কিংস।

দেখা যাক, নতুন এই তারকাদের দলে ভিড়িয়ে কতটা পরিবর্তন হতে পারে বসুন্ধরার ভাগ্য। তবে দেশের এই ভঙ্গুর ফুটবল অবস্থায় বসুন্ধরা কিংসের এমন উদ্যোগ নিশ্চয়ই সাধুবাদ প্রাপ্য।










