এবারের আইপিএলে মাঠের বাইরের ইস্যুতেও বারবার আলোচনায় আসতে হয়েছে বিরাট কোহলিকে। দীর্ঘদিনের পুরোনো গৌতম গম্ভীরের সাথে বিবাদের পাশাপাশি এবার সৌরভ গাঙ্গুলির সাথে বিবাদেরও পেয়েছে ভিন্ন মাত্রা।
ভারতের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলিও যেন বিরাটের সাথে এই বিরোধ ভুলতে পারছেন না। সরাসরি বিরাটকে কিছু না বললেও এক টুইট করে দুজনের দ্বন্দ্বকে নতুন করে সামনে এনেছেন।
আইপিএলে লিগ পর্বের শেষ দিন দুর্দান্ত কয়েকটি ইনিংস দেখা গেছে। একই দিনে হয়েছে তিন তিনটি সেঞ্চুরি। দিনের প্রথম ম্যাচে মুম্বাইয়ের ক্যামেরন গ্রিনের পর একই ম্যাচে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ও শুভমান গিল। এদিন সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও বনে যান কোহলি।
আইপিএলের লিগ পর্বের শেষ দিনের এমন দুর্দান্ত ক্রিকেট নিয়ে টুইট করেছেন সৌরভ। সেই টুইটে আইপিএলের ক্রিকেটের মান নিয়ে প্রশংসা করেন সৌরভ।
শুভমান গিল আর ক্যামেরন গ্রিনে সেঞ্চুরির প্রশংসা করলও বিরাটের সেঞ্চুরি নিয়ে কিছুই বলেননি সৌরভ গাঙ্গুলি। এড়িয়ে গেছেন কোহলির রেকর্ডের প্রসঙ্গও।
টুইটারে সৌরভ লেখেন, ‘কি অসাধারণ প্রতিভা এই দেশ তৈরি করছে। শুভমান গিল অসাধারণ। দুই ভাগে দুটি দুর্দান্ত সেঞ্চুরি। আইপিএল, কি অসাধারণ মান এই প্রতিযোগিতার।’
দুই ভাগে দুই সেঞ্চুরি বলতে হয়তো সৌরভ বিরাটের সেঞ্চুরির কথাও বুঝিয়েছেন। তবে শুভমানের নাম নিলেও সৌরভ কোহলির নাম নেনেনি। বিরাটের রেকর্ডের কথাও উল্লেখ করেননি সৌরভ।
বাঁচা মরার ম্যাচে জয় ছাড়া কোনো পথ খোলা ছিলো না কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সামনে। এমন ডু অর ডাই ম্যাচে বিরাট দেখালেন নিজের মাস্টারক্লাস। ৬১ বলে ১০১ রানের ইনিংসে দলকে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন বিরাট। তবে সেই ভিতের ওপর দাঁড়িয়ে জয় আনতে পারেননি ব্যাঙ্গালুরুর বোলাররা।
বলা যায়, জয় আনতে দেননি শুভমান গিল। বিরাটের সেঞ্চুরিকেও ছাপিয়ে গেছেন দুর্দান্ত আরেক সেঞ্চুরিতে। ৫২ বলে ১০৪ রানের ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন গিল। গিলের ইনিংসেই বিদায় নিশ্চিত হয় কোহলিদের।
চারদিকে তাই প্রশংসায় ভাসছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত তারকা। তাই শুভমানের প্রশংসা সৌরভ করবেন সেটি অনুমেয়। তবে পাশাপাশি বিরাটের দারুণ ইনিংসটির প্রশংসাও হয়তো আশা করেছিলেন সমর্থকরা। বিরাটের প্রশংসা না করাকে তাই অনেকেই এটি সৌরভের রাগের বহি:প্রকাশ হিসেবেই দেখছেন।
গত ১৫ এপ্রিল দিল্লী ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচের পর নতুন করে সামনে আসে বিরাট ও সৌরভের দ্বন্দ্ব। সেই ম্যাচে দুজন এড়িয়ে যান একে অপরের সাথে হাত মেলানো। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে সৌরভকে আনফলো করে দেন কোহলি।
সৌরভও এর জবাব দেন কোহলিকে আনফলো করে। এবার সৌরভ বিরাটের দুর্দান্ত পারফরম্যান্সকে এড়িয়ে গিয়ে আবারো সামনে আনলেন এই আলোচনা। অনেকেই মেনে নিতে পারছেন না সৌরভের এই আচরণ।
টুইটারে সৌরভের টুইটের জবাবে একজন লেখেন, ‘শুভমানের প্রতিভা আছে ঠিক আছে। কিন্তু কোহলি সবার সেরা।’ আরেকজন টুইটের জবাবে লেখেন, ‘আপনার হৃদয় অনেক ছোট। শুধু শুভমানের প্রশংসাই করলেন! কোহলিও তো কঠিন পরিস্থিতিতে কি দারুণ সেঞ্চুরি করলো। তাঁরও প্রশংসা প্রাপ্য।’