ভারত দলে গৌতম গম্ভীরের কোচিং অভিযান শুরু হয়েছিল হোয়াইট-বল দুনিয়ায় আলোড়ন তৈরি করে। চ্যাম্পিয়নস ট্রফি জয়, এশিয়া কাপ ঘরে নিয়ে আসা এমন সব সাফল্য ধরা দিয়েছে তাঁর অধীনে। তবে কথাটা যখন টেস্ট ক্রিকেট নিয়ে হয় তখনই বদলে যায় দৃশ্যপট। সেখানে যে একেবারেই ব্যর্থ কোচ গম্ভীর। তাই তো নিরুপায় হয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া দ্বারস্থ হয়েছিল ভিভিএস লক্ষণের কাছে। তবে তিনি চান না দলের ভার নিতে। এখন প্রশ্নটা, বিসিসিআইয়ের কাছে গম্ভীরের বিকল্প কে আছে?
তিনজন নাম আছে যারা ভারতকে এই ঘোর অমানিশা থেকে আলোয় আনতে পারে। চন্দ্রকান্ত পন্ডিত তাদেরই একজন। ঘরোয়া ক্রিকেটে ভারতের সবচেয়ে সফলতম কোচ তিনিই। রঞ্জি ট্রফি থেকে শুরু করে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা এনে দেওয়া পর্যন্ত অবদান আছে তাঁর। ঘরোয়ার ক্রিকেটারদের হাতের তালুর মতো চেনেন তিনি। তাই গোপন রত্ন খুঁজে বের করার ক্ষমতা তার হাতেই। টেস্ট দলের দায়িত্ব কাঁধে নতুন প্রাণ ফোঁটাতে পারেন তিনি।

তালিকার আরেক নাম জাস্টিন ল্যাঙ্গার। স্যান্ডপেপার কেলেঙ্কারির পর ভাঙাচোরা অস্ট্রেলিয়ার পুনর্গঠনের স্রষ্টা তিনি। ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ ধরে রেখেছিলেন। যখন দায়িত্ব ছাড়লেন টেস্ট ক্রিকেটে নামের পাশে সাফল্যের হার ছিল ৫৫.৫৫। ল্যাঙ্গারের চোখে ভিশন ছিল, বিপর্যস্ত দলকে পুনর্গঠনের ক্ষমতা রয়েছে তাঁর মধ্যে। ভারতের তাই এমন একজনকেই এখন দরকার।
সর্বশেষ নামটা অ্যান্ডি ফ্লাওয়ার। সুখ্যাতি আছে যেখানে যান, ট্রফি আসে। আরসিবিকে প্রথম আইপিএল শিরোপা জিতিয়েছেন, ২০১০ সালে ইংল্যান্ডকে টি২০ বিশ্বকাপ জয় এনে দিয়েছেন পরিকল্পনার ছক কষে। শান্ত অথচ দৃঢ়, ড্রেসিংরুমে স্থিতিশীলতা বজায় রাখে, চাপের সময় ঠান্ডা থাকা, এমন সব গুণ আছে তাঁর মধ্যে। ভারতের সঙ্কটকালীন অবস্থায় তিনিও হতে পারেন সেরা পছন্দ।












