গম্ভীরের চাকরি বাঁচানোর শেষ সুযোগ

আগের দু’টি সফরে অজিদের বিপক্ষে জিতেছে ভারত। সেই উৎসাহে জিতে গেলে ভারত ও গম্ভীরের - উভয়ের জন্যই ভাল। কিন্তু, অস্ট্রেলিয়া থেকে হেরে ফিরলে চাকরি বাঁচানো কঠিন হবে গম্ভীরের জন্য!

কোচ হিসেবে গৌতম গম্ভীরের ক্যারিয়ার হুমকির মধ্যে পড়ে গেছে। আসন্ন বোর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের হারানো সম্মান ফিরিয়ে আনতে না পারলে তাঁকে বরখাস্ত করার কথাও ভাবছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। তাও আবার ঘরের মাটিতে। দেশে বসে এর আগে কখনওই ভারতকে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়নি। দলের এমন করুণ দশায় তাই নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে বিসিসিআই।

গৌতম গম্ভীরের আগামী অ্যাসাইনমেন্ট অস্ট্রেলিয়া। বোর্ডার-গাভাস্কার ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় অস্ট্রেলিয়ায় পাঁচটি টেস্ট খেলবে ভারত। সেখানকার ফলাফলের ওপরই নির্ভর করছে গম্ভীরের ভাগ্য। যদিও, অস্ট্রেলিয়ায় যাওয়ার আগেই একবার বোর্ডের সামনে বসতে হবে গম্ভীরকে। আর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর।

গম্ভীরের কোচিংয়ে ভারত দু’টি টি-টোয়েন্টি, দু’টি টেস্ট ও একটি এক দিনের সিরিজ খেলেছে। পাঁচটির মধ্যে দু’টি সিরিজেই হেরেছে রোহিত-সুরিয়ারা। এই হারের দায় দলের পাশাপাশি কোচের উপরেও বর্তায়। আর কোচ যখন দলে সর্বময় ক্ষমতার অধিকারী, তখন তাঁকে ঘিরে সমালোচনাটাও বেশিই হচ্ছে।

কোচ হওয়ার পর গম্ভীরকে বাড়তি সুবিধা শুরু থেকেই দিচ্ছে বোর্ড।। বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘রবি শাস্ত্রী বা রাহুল দ্রাবিড় যা সুবিধা পাননি, তাই পেয়েছিলেন গম্ভীর। বোর্ডের নিয়ম অনুযায়ী, দল নির্বাচনের সময় কোচ সেখানে থাকতে পারেন না। কিন্তু, গম্ভীরকে সেই অনুমতি দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনের বৈঠকে তিনি ছিলেন।’

এতসব সুবিধা পাওয়ার ফলাফল লবডঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ তো আছেই। এর সাথে ২৭ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ হেরেছে ভারত। দেশের মাটিতে প্রথম বারের মত ৫০ রানের আগে অল আউট হয়ে গেছে, যে দলের অধিনায়ক আবার স্বয়ং বিশ্বকাপজয়ী নেতা রোহিত শর্মা।

গম্ভীরের সামনে এখন অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ। আগের দু’টি সফরে অজিদের বিপক্ষে জিতেছে ভারত। সেই উৎসাহে জিতে গেলে ভারত ও গম্ভীরের – উভয়ের জন্যই ভাল। কিন্তু, অস্ট্রেলিয়া থেকে হেরে ফিরলে চাকরি বাঁচানো কঠিন হবে গম্ভীরের জন্য!

Share via
Copy link