ভারতের শিরোপা জয়ে গাভাস্কারের নাচ

আসলে ভারতীয় ক্রিকেটের প্রতি সুনীল গাভাস্করের প্রেম ফুটে উঠেছে। এই যে ক্রিকেটাররা ব্যর্থ হলে তিনি কড়া ভাষায় সমালোচনা করেন, রেগে যান সবকিছুই তো ভালবাসার কারণে। সেই ভালবাসার বহিঃপ্রকাশ ঘটলো এবার। নেটিজেনরাও সেটা বলছেন; অনেকেই মন্তব্যের ঘরে লিখেছেন, টিম ইন্ডিয়ার প্রতি তাঁর মনে এত ভালবাসা আছে দেখেই তাঁর রাগ, সমালোচনা সব যৌক্তিক।

সুনীল গাভাস্কার – বয়সটা ৭৫; অথচ তিনিই কি না হাত পা ছড়িয়ে বাচ্চাদের মত নাচছেন, লাফাচ্ছেন। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত যখন চ্যাম্পিয়ন লেখা ব্যানারের পাশে দাঁড়িয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল তখন নিজেকে আর আটকে রাখতে পারেননি তিনি; সব ভুলে নিজের আনন্দে ধেই ধেই করতে নাচতে শুরু করেছিলেন।

আর সেই মুহূর্তের ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে আসতেই দর্শকরা লুফে নিলো দু’হাতে; ধরা ছোঁয়ার বাইরে থাকা একটা মানুষ ঠিক তাঁদেরই মত করে বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠেছেন ব্যাপারটা তাঁদের আনন্দ বাড়িয়ে দিয়েছে কয়েক গুন।

সেজন্য এক্স (সাবেক টুইটার) থেকে ফেসবুক সবখানেই গাভাস্করের নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে চোখের পলকে। লাইক, কমেন্টস আর শেয়ারে টইটম্বুর হয়ে পড়েছে ভিডিওটা।

এর মধ্য দিয়ে আসলে ভারতীয় ক্রিকেটের প্রতি সুনীল গাভাস্করের প্রেম ফুটে উঠেছে। এই যে ক্রিকেটাররা ব্যর্থ হলে তিনি কড়া ভাষায় সমালোচনা করেন, রেগে যান সবকিছুই তো ভালবাসার কারণে। সেই ভালবাসার বহিঃপ্রকাশ ঘটলো এবার। নেটিজেনরাও সেটা বলছেন; অনেকেই মন্তব্যের ঘরে লিখেছেন, টিম ইন্ডিয়ার প্রতি তাঁর মনে এত ভালবাসা আছে দেখেই তাঁর রাগ, সমালোচনা সব যৌক্তিক।

ট্রফি জয়ের শুরুটা তো এই কিংবদন্তিই করেছিলেন। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি, সেই সময় পার হয়ে ভারত অনেকটা এগিয়ে গিয়েছে, কত কত ট্রফি জিতেছে। কিন্তু শুরুর গল্প কি আর ভোলা যায়?

অবশ্য স্রেফ সুনীল গাভাস্কার নয়, মনে মনে হয়তো শচীন টেন্ডুলকার কিংবা মহেন্দ্র সিং ধোনিরাও নাচছেন। সেই এক যুগ আগে আইসিসির কোন ওয়ানডে টুর্নামেন্ট জিতেছিল তাঁরা, এবার যেন অপেক্ষার অবসান ঘটলো।

Share via
Copy link