পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হারের পর ভারতীয় বিশ্লেষকরা অন্তত একটা প্যানিকের মধ্যে আছেন। আর সুনীল গাভাস্কার চাচ্ছেন, তাদের দল এমন কিছু না করুক, যাতে প্যানিকটা প্রকাশ হয়ে পড়ে। আর এ জন্যই একাদশে খুব পরিবর্তন চান না তিনি। তারপরও দুটো পরিবর্তনের সুপারিশ করেছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে একটু অন্তত চাপে আছে ভারতীয় দল। ‘স্পোর্টস টক’ অনুষ্ঠানে গাভাস্কার বলেছেন, এই চাপটা প্রকাশ হতে দেওয়া যাবে না। তিনি দুটো পরিবর্তনের কথা বলেছেন।
প্রথমত হার্দিক পান্ডিয়ার বদলে ঈশান কিষাণকে খেলানোর কথা বলছেন তিনি। এরপর ভুবনেশ্বরের বদলে শার্দুল ঠাকুরকে খেলানোর পক্ষে গাভাস্কার। বলছিলেন, ‘হার্দিক (পান্ডিয়া) যদি পাকিস্তানের বিপক্ষে পাওয়া কাঁধের চোটের কারণে বল করতে না পারে, তাহলে ঈশান কিষাণকে নেওয়া উচিত হবে। সে দারুণ ফর্মে আছে। আমি অবশ্যই পান্ডিয়ার জায়গায় তাকে বিবেচনা করতাম। এ ছাড়া আপনি ভূবনেশ্বর কুমারের জায়গায় শার্দুল ঠাকুরকে বিবেচনা করতে পারেন। তবে আমি আমি মনে করি, একদিক থেকে দেখলে, খুব বেশি পরিবর্তন একাদশে আনা ঠিক হবে না। কারণ, তাতে আপনি প্রতিপক্ষকে বুঝিয়ে দেবেন যে, আপনি আতঙ্কিত বোধ করছেন।’
পান্ডিয়া পাকিস্তানের বিপক্ষে ইনজুরির কারণে বল করতে পারেননি। কিন্তু বুধবার ভারতীয় দল অনুশীলনে এলে পান্ডিয়াকে বল করতে দেখা গেছে। বেশ কিছুটা সময় তিনি নেটে বল করেছেন। তাকে খেলানো হবে কি না, এটা এখনও নিশ্চিত না।
ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার বলছেন, খুব প্রয়োজন না হলে এসব বদলও আনার দরকার নেই। তিনি ওই প্যানিকের ব্যাপারটাই সামনে আনলেন আবার, ‘আমি বলছি যে, এটা প্রয়োজন না হলে করা ঠিক হবে না। আপনি যদি পরিবর্তন আনেন, আপনি বুঝিয়ে দেবেন যে, আপনি প্যানিক করছেন। প্যানিক করার আসলে কোনো কারণ নেই। কারণ, তারা (ভারত) ভালো দল। হ্যা, একটা ম্যাচ তারা ভালো একটা দলের কাছে হেরে গেছে। তার মানে এই নয় যে, তারা আর সামনে এগোতে পারবে না। এর মানে এই নয় যে, তারা আর জিতবে না বা টুর্নামেন্ট জিতবে না। ওরা সামনের চারটি ম্যাচ জিতলে সেমিফাইনালে চলে যাবে। এরপর সম্ভবত ফাইনাল। ফলে এ জন্য খুব বদল আনার দরকার নেই। আমি এটার পক্ষে নই।’
নিউজিল্যান্ডের বিপক্ষে আসছে রোববার মুখোমুখি হবে ভারত। দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই ম্যাচটা দু’দলের জন্যই কার্য্যত কোয়ার্টার ফাইনাল। কারণ, প্রথম ম্যাচ হেরে দু’দলই একটু ব্যাকফুটে। ফলে, ম্যাচে যারা জিতবে তারাই এগিয়ে থাকবে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে।