ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াই করে ৩-২ গোলে হারা ঘানা দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিলো নিজেদের বিশ্বকাপে টিকিয়ে রাখতে। কোরিয়ার বিপক্ষে এই জয়ে নকআউটের আশা বাচিঁয়ে রাখলো আফ্রিকার প্রতিনিধিরা।
কাতারের আল রায়ান অ্যাডুকেশন সিটি স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ কোরিয়া ম্যাচের প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। বেশ কয়েকবার ঘানার রক্ষনের পরীক্ষা নেয় এশিয়ার প্রতিনিধিরা। কিন্তু নিজেদের রক্ষণ ঠিক রেখে আক্রমণে ওঠে ঘানা। প্রথম প্রচেষ্টাতেই গোলের দেখা পায় ঘানা।
ম্যাচের ২৪ তম মিনিটে ফ্রি কিক থেকে আসা বলে হেড করে ঘানাকে ১-০ গোলের লিড এনে দেন সালিসু। পিছিয়ে পড়ে আরো আক্রমণ চালায় দক্ষিন কোরিয়া। কিন্তু একটি আক্রমণও গোলের মুখ দেখেনি তাদের। উল্টো ম্যাচের ৩৪ মিনিটে আবারো এগিয়ে যায় ঘানা। এবার ঘানার লিড দ্বিগুণ করেন মোহাম্মদ কুদুস। পর্তুগালের সাথেও দুর্দান্ত খেলা কুদুস আলো ছড়িয়েছেন এ ম্যাচেও।
প্রথমার্ধে গোলমুখে কোরিয়ার পাঁচটি আক্রমণের একটিও অন-টার্গেট শট ছিল না। অন্যদিকে ২ টি আক্রমণের দুটিই গোলে পরিণত করে ঘানা। ফলে ২-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় কোরিয়ানরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রথমার্ধের চেয়ে ক্ষুরধার কোরিয়া। একের পর এক আক্রমণে ঘানার রক্ষণভাগকে ব্যাতিব্যস্ত রাখে তারা। এবার আর হতাশ হতে হয়নি। ম্যাচের ৫৮ মিনিটে দুর্দান্ত ফিনিশিং এ কোরিয়াকে ম্যাচে ফেরান চো গুয়ে সুং। এরপর খেলায় সমতা ফেরাতে আক্রমণ চালিয়ে যায় কোরিয়া। ম্যাচের ৬১ মিনিটে অসাধারণ হেডে নিজের দ্বিতীয় গোল করে কোরিয়ানদের সমতায় ফেরান চো গুয়ে সুং।
এরপর আক্রমণ পালটা আক্রমণে জমে ওঠে খেলা। বেশ কয়েকটি সুযোগ তৈরি ঘানাও। ম্যাচের ৬৮ মিনিটে খেলায় আবারো লিড নেয় ঘানা। মোহাম্মদ কুদুস নিজের দ্বিতীয় গোল করেন। খেলায় তখন ৩-২ গোলে এগিয়ে ঘানা।
ম্যাচের ৭৪ মিনিটে খেলায় আবারো সমতা ফেরাতে পারত কোরিয়া। ডিবক্সের অনেক বাইরে থেকে নেয়া ফ্রি কিক ফিরিয়ে সে যাত্রায় ঘানাকে রক্ষা করে তাদের গোলরক্ষক। এর পরপরই সন সহজ সুযোগ মিস করলে খেলায় সমতা ফেরানো হয়নি কোরিয়ানদের। নির্ধারিত সময় পর্যন্ত গোলমুখে ১৬ টি আক্রমণ চালায় দক্ষিন কোরিয়া। অন্যদিকে মাত্র ৭ টি আক্রমণ করে ঘানা।
ম্যাচের অতিরিক্ত সময়েও খেলায় সমতা ফেরানোর সবরকম চেষ্টা করে কোরিয়ানরা। ম্যাচের ৯৫ তম মিনিটে সনের দুর্দান্ত প্রচেষ্টা প্রতিহত করেন ঘানার গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে বামপ্রান্ত দিয়ে রীতিমতো ত্রাস ছড়ান এই কোরিয়ান তারকা। ম্যাচের শেষ অবদি কোরিয়ানদের এই গোল মিসের ধারা বজায় থাকলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ঘানা।
এই জয়ে দ্বিতীয় রাউন্ডের আশা ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে ঘানা। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে তারা। অন্যদিকে এই হারে বিশ্বকাপ থেকে বিদায় অনেকটাই নিশ্চিত দক্ষিণ কোরিয়ার। শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে তারা।