‘অধিনায়ক’ গিল ছাড়া বিকল্প নেই ভারতের

ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। যদিও সেই সিদ্ধান্ত এখনও নিশ্চিত হয়নি। বিকল্পের অভাবেই এমন সিদ্ধান্ত আসতে চলেছে যেকোন মুহূর্তে। 

ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। যদিও সেই সিদ্ধান্ত এখনও নিশ্চিত হয়নি। তবে সামগ্রিক পরিস্থিতি অন্তত শুভমানের পক্ষেই কথা বলছে। একপ্রকার বাধ্য হয়েই তার হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিতে চলেছে টিম ইন্ডিয়া। বিকল্পের অভাবেই এমন সিদ্ধান্ত আসতে চলেছে যেকোন মুহূর্তে।

যদিও জাসপ্রিত বুমরাহকে অধিনায়ক নিযুক্ত করা হতে পারত সহজ সমাধান। তিনি অস্ট্রেলিয়ার মাটিতে ইতোমধ্যেই দলকে নেতৃত্ব দিয়েছেন। সবমিলিয়ে তিন টেস্টে নেতৃত্ব দিয়ে তিনি একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছেন। স্বাভাবিকভাবেই তিনিই হতে পারতেন রোহিত শর্মার উত্তরসূরি।

কিন্তু প্রচণ্ড ইনজুরি প্রবণতা রয়েছে তার। অধিকাংশ সময়ে তিনি থাকেন মাঠের বাইরে। পুরো সিরিজ জুড়ে তার সার্ভিস পাওয়া যায় না। ভারত দল দীর্ঘ মেয়াদি পরিকল্পনার পথ ধরে এগিয়ে যেতে চায়। সে কারণেই জাসপ্রিত বুমরাহ আপাতত নেই ভাবনাতে।

তবে ঋষাভ পান্তের অধিনায়কত্ব পাওয়ার গুঞ্জনটাও প্রবল। কিন্তু একাদশে ঋষাভ অনড় নন। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ধ্রুব জুরেল একাদশের দরজায় কড়া নাড়ছেন প্রতিনিয়ত। ব্যাট হাতে স্থিতিশীলতা এনে দিতে পারেন তিনি। ঋষাভের খামখেয়ালিপনা তার বিপক্ষে দাঁড়িয়ে। এসব কারণে ঋষাভও একাদশে নিশ্চিত নন।

তাই তিনিও থাকছেন না অধিনায়কত্বের ভাবনাতে। ঠিক একইভাবে লোকেশ রাহুলও আলোচনার বাইরে চলে যাচ্ছেন। ইনজুরি, অফফর্ম মিলিয়ে তার সার্ভিস সর্বদা পাওয়া যায় না। এতসব না পাওয়ার মাঝে, ব্যাট হাতে ভীষণ ধারাবাহিক শুভমান গিল।

অন্যদের চাইতে তার ইনজুরি প্রবণতাও কম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত রয়েছেন তিনি। তাইতো এই মুহূর্তে গিলের চাইতে ভাল বিকল্প নেই ভারতের টিম ম্যানেজমেন্টের সামনে।

তাছাড়া ভারত জাতীয় দলের নির্বাচকরা ইতোমধ্যেই গিলকে অধিনায়ক হিসেবে বিবেচনা করেই পরিকল্পনা সাজাচ্ছেন। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সাথে আলোচনা শেষে। ততক্ষণ অবধি নানান গুঞ্জনের উৎপত্তি হওয়া অবধারিত।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link