যোগ্য হয়েও জয়সওয়াল হচ্ছেন অন্যায়ের স্বীকার!

আবারও উঠেছে প্রশ্ন, যশ্বসী জয়সওয়াল কেন উপেক্ষিত? তার বদলে শুভমান গিলকে ভারত দলে সুযোগ দেওয়া বেজায় অন্যায়।

আবারও উঠেছে প্রশ্ন, যশ্বসী জয়সওয়াল কেন উপেক্ষিত? তার বদলে শুভমান গিলকে ভারত দলে সুযোগ দেওয়া বেজায় অন্যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার পর থেকেই এই আলোচনা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।

এশিয়া কাপের দলের হুট করে গিলের অন্তর্ভুক্তিতে তর্ক হয়েছিল, জয়সওয়াল নাকি গিল- কে যোগ্য তা নিয়ে। এই বিতর্কের শেষ যেন হচ্ছেই না। কেননা পরিসংখ্যান ও সক্ষমতা যে জয়সওয়ালের পক্ষেই কথা বলছে।

এখন পর্যন্ত যশ্বসী জয়সওয়াল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন, ২২টি। ৭২৩ রান করেছেন তিনি ১৬৪.৩১ স্ট্রাইকরেটে। গড় তার ৩৫.১৫। অন্যদিকে শুভমান গিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২৮টি। তার ব্যাট থেকে ২৮.২০ গড়ে রান এসেছে ৭০৫টি। এই সময়ে তার স্ট্রাইকরেট ছিল ১৪১.২৮।

পরিসংখ্যানে এই হিসেবটি বরং বলে দিচ্ছে, জয়সওয়ালের সাথে সত্যিই অন্যায় করা হচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটে একজন ব্যাটারকে বিবেচনা করা হয় মূলত দুইভাবে, এক- তার ধারাবাহিকতা কেমন, হোক তাতে স্ট্রাইকরেট ১২০-১৩০ এর ঘরে, দুই- তার কার্যকর সব ইনিংস ও তার স্ট্রাইকরেট।

এই দুই ক্ষেত্রেই গিলের তুলনায় এগিয়ে রয়েছেন জয়সওয়াল। তিনি যেমন ধারাবাহিক, ঠিক তেমনটি আগ্রাসীও। এছাড়াও সদ্য সমাপ্ত এশিয়া কাপে শুভমান গিল নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সাত ম্যাচে তিনি সংগ্রহ করেছেন মোটে ১২৭ রান। প্রত্যাশা পূরণে যে তিনি ব্যর্থ হয়েছেন- সেটা অবশ্য না বলে দিলেও চলছে।

এমনকি পাকিস্তানের বিপক্ষে ফাইনালের মঞ্চেও ফেল করেছেন শুভমান গিল। অভিষেক শর্মার সাথে পাওয়ার-প্লেতে ততটাও শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায়নি তাকে। বরং সে ক্ষেত্রে জয়সওয়াল হয়ত ভারতকে আরও আগ্রাসী শুরু এনে দিতে পারতেন। তাছাড়া জয়সওয়ালের মানিয়ে নেওয়ার ক্ষমতাও গিলের তুলনায় বেশি।

তিনি দলের পরিস্থিতি ও চাহিদা মেনে নিজের ব্যাটিং গিয়ার শিফট করতে পারেন চোখের পলকে। সেদিক থেকে শুভমানের সময় প্রয়োজন হয় বেশি। এসব দিক বিবেচনায় বারংবার গিল নাকি জয়সওয়াল বিতর্ক হচ্ছে সরব। তবে ভারত ক্রিকেটের কর্তাদের পরিকল্পনা পরিষ্কার। গিলকে তারা নেতৃত্বের জন্যেই এগিয়ে রাখছেন সর্বদা।

অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মাকে হটিয়ে, শুভমানকে ওয়ানডে অধিনায়কত্ব দেওয়া- সেই ভাবনাই বরং আরও গাঢ় করেছে। সেদিকে যোগ্য হয়েও জয়সওয়াল থেকে যাচ্ছেন বঞ্চিত। এটা অন্যায় নয় তো কি!

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link