আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে তাঁর চোখে সর্বকালের সেরা পাঁচ জন টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম বলতে বলা হয়েছিল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক ভিডিওতে এই অলরাউন্ডার তাঁর দেখা সেরা পাঁচ জন ক্রিকেটারের নাম বলেছেন।
ম্যাক্সওয়েল যে পাঁচ জনকে নির্বাচন করেছেন তাদের ভিতর একজন স্পিনার, দু’জন অলরাউন্ডার, একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান এবং একজন পেসার রয়েছেন। দেখে নেওয়া যাক কারা আছেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারের সেই তালিকায়।
- রশিদ খান (আফগানিস্তান)
গ্লেন ম্যাক্সওয়েলের বেছে নেওয়া সেরা পাঁচে স্পিনার হিসাবে রয়েছেন রশিদ খান। এর আগে ম্যাক্সওয়েলের করা বিভিন্ন সেরা একাদশেও ছিলেন আফগানিস্তানের এই অলরাউন্ডার। ২৩ বছর বয়সী এই স্পিনার ইতোমধ্যে তিন ফরম্যাট জুড়েই অনেক কীর্তি গড়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সাত বছর কাটিয়ে দেওয়ার পরেও রশিদের বোলিং এখনো অনেক ব্যাটসম্যান বুঝে উঠতে পারেনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাটসম্যানদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারেন এই স্পিনার। বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা রশিদ এখন পর্যন্ত ২৮১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
এই ২৮১ ম্যাচে ১৬.৬০ স্টাইকরেটে ১৭.৫৪ গড়ে ৩৮৮ এই স্পিনার। এছাড়া টি-টোয়েন্টিতে ১২৮৮ রানও এসেছে তাঁর ব্যাট থেকে। আর দেশের হয়ে ৫১ টি টি-টোয়েন্টিতে ১২.৬৩ গড়ে ও ১২.১০ স্ট্রাইক রেটে রশিদ শিকার করেছেন ৯৫ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় রশিদ রয়েছেন চার নম্বরে।
- আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)
টি-টোয়েন্টি ক্রিকেটে বিধ্বংসী অলরাউন্ডাদের তালিকা করলে সেই তালিকার প্রথমেই থাকবে আন্দ্রে রাসেলের নাম। গ্লেন ম্যাক্সওয়েলের সেরা পাঁচেও অলরাউন্ডার ক্যাটাগরিতে প্রথম অলরাউন্ডার হিসাবে রয়েছেন এই ক্যারিবিয়ান।
সব ধরণের টি-টোয়েন্টি মিলিয়ে রাসেল ৩৮২ টি ম্যাচ খেলেছেন। এই ৩৮২ ম্যাচে ১৬৯.৬৬ স্টাইকরেটে ৬৪০৫ রান করেছেন তিনি। আর এই ৩৮২ ম্যাচে বল হাতে তাঁর শিকার ৩৪০ উইকেট। আর দেশের হয়ে ৬২ ম্যাচ খেলা রাসেলের সংগ্রহ ৭১৬ রান। বল হাতে নিয়েছেন ৩৬ উইকেট।
- বেন স্টোকস (ইংল্যান্ড)
ম্যাক্সওয়েল তাঁর সেরা পাঁচে তৃতীয় ক্রিকেটার এবং দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে রেখেছেন বেন স্টোকসকে। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ১৪৮ ম্যাচ খেলা স্টোকসের ব্যাট থেকে ২৪.৯১ গড়ে ও ১৩৫.৭ স্টাইকরেটে এসেছে ২৮৬৫ রান। এবং বল হাতে শিকার করেছেন ৮৬ উইকেট।
দেশের হয়ে ৩৪ টি টি-টোয়েন্টি খেলে স্টোকস করেছেন ৪৪২ রান এবং শিকার করেছেন ২৮ উইকেট। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে না এই অলরাউন্ডারকে। ক্রিকেট থেকে বিরতী নিয়েছেন তিনি। এই টুর্নামেন্টে স্টোকসকে ভালো ভাবেই মিস করবে ইংল্যান্ড।
- অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া)
যে কোন ফরম্যাটে গেম চেঞ্জার হিসাবে অ্যাডাম গিলক্রিস্ট অনন্য হয়ে আছেন। সর্বকালের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যানও বলা হয় তাকে। কিন্তু গিলক্রিস্টের ক্যারিয়ার যখন শেষের দিকে তখন টি-টোয়েন্টি ক্রিকেটের যাত্রা মাত্র শুরু হয়েছে।
দেশের হয়ে মাত্র ১৩ টি টি-টোয়েন্টি খেলেছেন গিলক্রিস্ট। এই ১৩ ম্যাচে ১৪১.৬৬ স্টাইকরেটে তিনি সংগ্রহ করেছেন ২৭২ রান। আর সব ধরণের টি-টোয়েন্টি মিলিয়ে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান খেলেছেন ১০২ ম্যাচ। এই ১০২ ম্যাচে ১৪০.২৮ স্টাইকরেটে তিনি সংগ্রহ করেছেন ২৬২২ রান।
- শন টেইট (অস্ট্রেলিয়া)
ম্যাক্সওয়েলের এই তালিকায় বড় চমক হিসাবে জায়গা পেয়েছেন শন টেইট। তাঁর সেরা পাঁচে একমাত্র পেসারও তিনিই। তাকে সেরা পাঁচে নিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘তাঁর বিপক্ষে খেলার কারণে আমি জানি সে কত দ্রুত গতিতে বল করেছে। এমন কী তাঁর ক্যারিয়ারের শেষের দিকেও যেটা অব্যহত ছিল। তাঁকে ব্যাটসম্যানরা ভয় পেত।’
চোটের সাথে লড়াই করা টেইট ক্যারিয়ার জুড়ে নিয়মিতই ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করেছেন। তিনি ১৭১ টি টি-টোয়েন্টি খেলে ২২.৪১ গড়ে শিকার করেছেন ২১৮ উইকেট। আর দেশের হয়ে ২১ ম্যাচে ২১.৩ গড়ে তাঁর শিকার ২৮ উইকেট।