দাপট দেখিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশের মেয়েরা। আইরিশরা তাই খানিক পালটা জবাব দিতে মুখিয়ে ছিল। সিলেটে ব্যাট হাতে টাইগ্রেসদের একহাত দেখে নিলেন গ্যাবি লুইসরা।
অধিনায়ক গ্যাবি লুইসের সাথে লিয়াহ পল যুক্ত হয়ে ম্যাচটাকে কঠিন করে ফেলেন প্রথম ইনিংসেই। টি-টোয়েন্টির মেজাজ বুঝে ব্যাটিং করে গেছেন দুইজন। গ্যাবি লুইসের পর লিয়াহ পলও তুলে নিয়েছেন অর্ধশতক। এই দুইজনে জুটি গড়েন ১০৭ রানের।
৬৭ বলের এই জুটিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে গেছে আয়ারল্যান্ডের মেয়েরা। ৪২ বলে ৬০ রানের ইনিংস খেলে আউট হয়েছেন অধিনায়ক লুইস। আউট হওয়ার আগে ৭টা চারের পাশাপাশি ২ ছক্কা হাঁকিয়েছেন গ্যাবি লুইস। ১৪২ এর বেশি স্ট্রাইকরেটের ইনিংসে বাংলাদেশের আত্মবিশ্বাসে আঘাত করেছে।
অন্যদিকে লিয়াহ পল নিজের ইনিংস বড় করেছেন সময়ের সাথে সাথে। বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার কাজটা করেছেন তিনি।
আইরিশদের ইনিংস শেষ করেই তিনি সাজঘরে ফিরেছেন। অপরাজিত ৭৯ রানের ইনিংসের কল্যাণে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৬৯ রান।
লিয়াহ পল দশ খানা বাউন্ডারি মেরেছেন তার প্রায় ১৭৬ স্ট্রাইকরেটের ইনিংসে। এছাড়াও গ্যাবির সমপরিমাণ ছক্কা হাঁকিয়েছেন তিনি। লিয়াহ ও গ্যাবির ইনিংসের কল্যাণে এবারের সফরে প্রথম জয়ের অপেক্ষায় রয়েছে আইরিশরা।