নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচটা বোধহয় ম্যানচেস্টার সিটি খেলেছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। নিজেদের চির আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতারও খুব কাছে এখন পেপ গার্দিওলার শিষ্যরা।
তবে রিয়াল মাদ্রিদকে নিয়ে ছেলেখেলা করার দিনে অদ্ভুত এক ঘটনাই ঘটেছে ম্যানসিটি ডাগআউটের সামনে। ম্যানসিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা ‘শাট আপ’ বলে ধমক দিয়ে বসেন কোচ গার্দিওলাকে।
কোচকে ডি ব্রুইনার এই ধমক দেবার ভিডিও খুব দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বিস্ময় প্রকাশ করেন ডি ব্রুইনার এই আচরণ নিয়ে।
এমনকি এই ঘটনার ফলে সময়ের অন্যতম সেরা এই মিডফিল্ডারকে ক্লাব ছাড়তে হয় কিনা তা নিয়েও ছিলো গুঞ্জন। তবে ম্যাচ শেষে এই সংক্রান্ত প্রশ্নের জবাবে গার্দিওলা ঘটনাটিকে স্বাভাবিক ঘটনা বলেই মন্তব্য করেন।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়ে ডি ব্রুইনাকে চিৎকার করে নির্দেশনা দিচ্ছিলেন গার্দিওলা। এক পর্যায়ে ডি ব্রুইনা হাত নাড়িয়ে কোচকে থামতে বলেন৷ এমনকি কোচের দিকে তাকিয়ে ‘শাট আপ’ বলেও কোচকে থামিয়েছেন ডি ব্রুইনা।
এই ঘটনা যেন পিছুই ছাড়ছে না গার্দিওলার। ম্যাচের বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো সেই ঘটনা নিয়েই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হচ্ছে ম্যানসিটি কোচকে। ইংলিশ প্রিমিয়ার লিগের সম্ভাব্য শিরোপা নিশ্চিতের ম্যাচের আগে তাই গার্দিওলা ব্যাখ্যা দিলে সেই ঘটনার।
জানালেন ডি ব্রুইনার ওই আচরণে কষ্ট পাননি বরং খুশিই হয়েছেন তিনি। গার্দিওলা বলেন,‘কেভিনের সঙ্গে যা হয়েছে, তা আমার পছন্দ।’
এরপর আরও ব্যাখ্যা করে গার্দিওলা বলেছেন, ‘আমরা প্রায়ই একে অপরের সঙ্গে ধমকা-ধমকি করি এবং এটা আমার বেশ পছন্দ। এই প্রাণশক্তি আমার ভালো লাগে। এটা এমন না যে প্রথম হয়েছে। আপনারা দেখেননি, সে কিন্তু অনুশীলনেও আমার ওপর চোটপাট নেয়। এটা আমাদের প্রয়োজন। এরপরই তার সেরাটা বেরিয়ে আসে।