ম্যাচের মাঝেই বিস্ফোরণ! মেজাজ হারালেন আশিষ নেহরা!

উত্তেজনা, রোমাঞ্চ, নাটকীয়তা - জমে ক্ষীর হওয়ার সকল উপকরণই ছিল মুম্বাই-গুজরাট ম্যাচে।

উত্তেজনা, রোমাঞ্চ, নাটকীয়তা – জমে ক্ষীর হওয়ার সকল উপকরণই ছিল মুম্বাই-গুজরাট ম্যাচে।

আইপিএল মানেই শুধু ব্যাটে-বলের লড়াই নয়, স্নায়ুযুদ্ধটাই যেন তার চেয়ে বড়। মঙ্গলবার মুম্বাই-গুজরাট ম্যাচে ঘটেছে তেমনই কিছু ঘটনা। নিয়ম ভঙ্গের খেলায় খেলোয়াড়দের সাথে সামিল হলেন গুজরাট টাইটান্সের কোচ আশিষ নেহরাও।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচ প্রশ্নবিদ্ধ হয় নানান নাটকীয়তায়। তবে, শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল গুজরাট টাইটানসের হাতে। তারপরও অপরিপক্ক মাঠে তাড়াহুড়া করে খেলা শুরু করার অভিযোগ তোলেন নেহরা। টেলিভিশন ক্যামেরায় তাঁকে খুব রেগে গেছেন বলেই মনে হয়। এর জন্য জরিমানাও গুণতে হয়েছে তাঁকে।

ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে খানিকটা বিপাকে পড়েছিল। সুরিয়াকুমার যাদব ও উইল জ্যাকসের জুটিতে ভর করে শেষ অবধি ১৫৫ রানের সংগ্রহ পায় মুম্বাই, স্বস্তি আসে মুম্বাই শিবিরে।

জবাবে ব্যাট করতে নেমে ঠিক পথেই এগোচ্ছিলো গুজরাট টাইটানস, তবে তখনও যে ম্যাচের মূল গল্পই বাকি। বৃষ্টির বাঁধায় দুইবার বন্ধ করে দেওয়া হয়েছিলো খেলা। গুজরাটের রান যখন ২ উইকেট হারিয়ে ১৪ ওভারে ১০৭ তখনই প্রথমবার বৃষ্টির মুখোমুখি হয় ম্যাচ।

ডাকওয়ার্থ-লুইস আইনে এগিয়ে থাকায়, ম্যাচে সহজ জয় পেত গুজরাট। তবে মাঠকর্মীদের চতুরতায় অল্প সময়ে আবারো মাঠে গড়ায় খেলা। তারপরই ১৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচের মোমেন্টাম হারিয়ে ফেলে গুজরাট।

আবারো আসে বৃষ্টির হানা, এবার ম্যাচ আর মাঠে না গড়ালে জয়ী হবে মুম্বাই। সে সমীরণে দাঁড়িয়ে থেকে ঠিকই ম্যাচ আবারো শুরু হয়। জয়ের জন্য গুজরাট কে দেওয়া হয় ৬ বলে ১৫ রানের টার্গেট।

হঠাৎই যেন আকাশসম চাপ এসে পড়ে ক্রিজে থাকা গুজরাটের ব্যাটার রাহুল তেওয়াতিয়া আর ডাগআউটে থাকা দলের প্রধান কোচ আশিস নেহরার উপর। মাঠেই মেজাজ হারিয়ে আম্পায়ারদের উপর বিরক্ত প্রকাশ করে ফেলেন আশিস। নির্দিষ্ট সময়ের আগেই খেলা মাঠে গড়ায় বলে অভিযোগ তোলেন গুজরাটের কোচ।

তাইতো ম্যাচ শেষে জরিমানা শুনতে হয়েছে আশিস নেহরাকে সাথে যোগ হয় এক ডিমেরিট পয়েন্টও। তবে আইপিএলের কোড অফ কনডাক্ট ভাঙার দায়ও শিকার করেছেন তিনি।

এদিকে গুজরাটের ব্যাটিং কোচ পার্থিব প্যাটেল অবশ্য পুরো ব্যাপারটিতে আম্পায়ারদের ভুল দেখেনি। তিনি বলেন, ‘খেলা তাড়াতাড়ি শুরু হওয়ায় ক্রেডিট দেওয়া উচিত মাঠকর্মীদের তারা দ্রুত দায়িত্বশীল হয়ে কাজ করাতেই খেলা তাড়াতাড়ি মাঠে গড়ায়।’

Share via
Copy link