আর্লিং হাল্যান্ড এই মুহূর্তে একটা অপ্রতিরোধ্য নাম। গোল করা তাঁর জন্য যেন ডালভাত। নিয়মিত গোল করাকে তিনি নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে। ক্যারিয়ার শেষের আগে আর্লিং হাল্যান্ড ৮০০ গোল করবেন, এমনটাই বিশ্বাস করেন ম্যানচেস্টার সিটি সতীর্থ কেভিন ডি ব্রুইনা।
বিশ্বকাপ বিরতি শেষে প্রিমিয়ার লিগে বুধবার লিডস ইউনাইটেডের বিপক্ষে আবারো মাঠে নামতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন সিটি। বরুসিয়া ডর্টমুন্ড থেকে গত গ্রীষ্মে সিটিতে যোগ দেয়ার পর ইতোমধ্যেই সব ধরনের প্রতিযোগিতায় ১৯ ম্যাচে ২৪ গোল করে ফেলেছেন হাল্যান্ড। ডি ব্রুইনা বলেন, ‘ক্যারিয়ারে এরই মধ্যেই তার ২০০ গোল হয়েছে, সে কারনে ধরে নেয়া যায় এই সংখ্যা ৬০০, ৭০০ কিংবা ৮০০ ছাড়িয়ে যাবে। যদি সে ফিট থাকে এবং ধারাবাহিকতা ধরে রাখতে পারে তবে সব কিছুই সম্ভব।’
বেলজিয়াম জাতীয় দলের তারকা ডি ব্রুইনা ক্যারিয়ারে অনেক শীর্ষ সারির স্ট্রাইকারের সাথে একই ক্লাবে খেলেছেন। ২২ বছর বয়সী হাল্যান্ডকে এখন সিটিতে পেয়ে দারুণ উচ্ছসিত ডি ব্রুইনা। সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সার্জিও এগুয়েরোর সাথে দারুন সুসম্পর্ক ছিল ডি ব্রুইনার। ২০২১ সালে ইতিহাদ স্টেডিয়াম ছেড়ে যাবার আগ পর্যন্ত এই আর্জেন্টাইনের সাথে সবচেয়ে ঘনিষ্ট ছিলেন ডি ব্রুইনা।
জাতীয় দলে ডি ব্রুইনা বেলজিয়াম দলে রোমেলু লুকাকুকে পেয়েছেন। সাবেক সিটি সতীর্থ গাব্রিয়েল জেসুস ও বিশ্বকাপ জয়ী দলের সদস্য জুলিয়ান আলভারেজের সাথে বর্তমান দলে খেলছেন ডি ব্রুইনা।
বেলজিয়ান এই মিডফিল্ডার বলেছেন, ‘এখানে সত্যিকার অর্থেই একজনের সাথে অন্যের তুলনা করা কঠিন। তারা সবাই সম্পূর্ণ ভিন্ন। তারা সবাই মিলে ৩০০ কিংবা ৪০০ গোল করেছে। হাল্যান্ড সব সময়ই গোলের জন্য খেলে, সে কারনেই আমি নিশ্চিত সে সবাইকে ছাড়িয়ে যাবে। তার বয়স এখনো কম। এখনো সে জীবন উপভোগ করে চলেছে। ফুটবলকে সে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করছে। সে গোল করতে ভালবাসে। সে কারনেই আমার বিশ্বাস গোল করার ক্ষেত্রে একদিন সে দারুন এক রেকর্ড গড়ে তুলবে।’