বার্নলি সমর্থকদের উগ্রতার শিকার হামজা

যখন শেষ বাঁশির শব্দ মিলিয়ে যায় গ্যালারির উল্লাসে, তখন টার্ফ মুর হঠাৎ এক অনিয়ন্ত্রিত মঞ্চে রূপ নেয়। বার্নলির কিছু উগ্র সমর্থক ঢুকে পড়ে মাঠে—উল্লাস নয়, বরং উগ্রতা নিয়ে। তাঁদের লক্ষ্য শেফিল্ড ইউনাইটেডের হামজা চৌধুরী, সাথে ছিলেন হামজার সতীর্থরাও।

খেলা শেষ। বার্নলি ২-১ গোলে জিতে চলে আসে প্রিমিয়ার লিগের মঞ্চে। যখন শেষ বাঁশির শব্দ মিলিয়ে যায় গ্যালারির উল্লাসে, তখন টার্ফ মুর হঠাৎ এক অনিয়ন্ত্রিত মঞ্চে রূপ নেয়। বার্নলির কিছু উগ্র সমর্থক ঢুকে পড়ে মাঠে—উল্লাস নয়, বরং উগ্রতা নিয়ে। তাঁদের লক্ষ্য শেফিল্ড ইউনাইটেডের হামজা চৌধুরী, সাথে ছিলেন হামজার সতীর্থরাও।

অপমান সহ্য করতে না পেরে মেজাজ হারান। ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়—হামজা নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি করছেন, উত্তেজিত, ক্ষুব্ধ। ম্যাচটা মাঠের পারফরম্যান্সে যতটা না স্মরণীয়, তার চেয়ে বেশি মনে থাকবে শেষ বাঁশির পরের ঘটনাগুলোয়।

প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় বার্নলি। ২৮ মিনিটে ব্রাউনের গোলে লিড নেয় স্বাগতিকরা। যদিও শেফিল্ডের টমাস ক্যানন সমতায় ফেরান, কিন্তু বিরতির আগ মুহূর্তেই আবার লিড নেয় বার্নলি। দ্বিতীয়ার্ধে আর গোল না হলেও উত্তেজনার ঘাটতি ছিল না।

কিন্তু সবচেয়ে বড় নাটক শুরু হয় ম্যাচ শেষে। বার্নলির প্রিমিয়ার লিগে ফেরার আনন্দে কিছু সমর্থক মাঠে ঢুকে পড়ে। সেই সময়েই শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্ডার হিসেবে খেলা হামজা চৌধুরীকে লক্ষ্য করে কিছু সমর্থক উস্কানিমূলক আচরণ করে। প্রত্যক্ষদর্শীদের মতে, একাধিক সমর্থক হামজার দিকে তেড়ে যায় এবং তাকে অপমানজনক কথাবার্তা বলে।

লিস্টার সিটি থেকে লোনে আসা হামজা প্রথমে মেজাজের নিয়ন্ত্রণ রাখতে পারলেও, এক পর্যায়ে তিনি মেজাজ হারান এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। ভিডিও ফুটেজে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা তাকে শান্ত করতে গিয়ে মাঠ থেকে সরিয়ে নিয়ে যান।

পুরো ঘটনার প্রেক্ষাপট এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তবে ক্লাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে, ফুটবলের মাঠে এমন ঘটনা কাম্য নয়। বিশেষ করে যখন একজন খেলোয়াড় মাঠে নিরাপত্তাহীনতা অনুভব করেন, তখন বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক।

শেফিল্ড ইউনাইটেডের সামনে এখন প্লে-অফের লড়াই অপেক্ষা করছে। ৮৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপে তাঁরা এখন তৃতীয় অবস্থানে আছে। বার্নলি আট পয়েন্ট এগিয়ে থেকে আছে দ্বিতীয় স্থানে। বার্নলির সাথে প্রিমিয়ার লিগে উন্নিত হয়েছে লিডস ইউনাইটেডও।

গেল মাসেও চ্যাম্পিয়নশিপের শীর্ষে ছিল শেফিল্ড। কিন্তু, শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে তাঁরা। দ্য ব্লেডসের প্রিমিয়ার লিগ ভাগ্য তাই এখন নির্ধারিত হবে প্লে-অফে।

Share via
Copy link