আইপিএলে নিষেধাজ্ঞার মুখোমুখি হ্যারি ব্রুক

অবশ্য নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত একেবারে অযৌক্তিক নয়, প্রতিটা ফ্রাঞ্চাইজি লম্বা সময় ধরে পরিকল্পনা করেই খেলোয়াড় দলে নেয়। এরপর টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে কেউ না খেলতে চাইলে এলোমেলো হয়ে যায় পরিকল্পনা, তাই এমন পরিস্থিতি ঠেকাতে বিসিসিআই যদি দৃষ্টান্ত স্থাপন করতে চায় সেক্ষেত্রে হ্যারি ব্রুক হবেন বলির পাঁঠা।

আইপিএলে নাম দিয়ে সরে যাওয়া যেন অভ্যাসে পরিণত হয়েছে হ্যারি ব্রুকের, এ নিয়ে পরপর দুই বছর একই কাজ করলেন তিনি। গত নভেম্বরে মেগা নিলামে ৬.২৫ কোটি রুপি দিয়ে তাঁকে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস, কিন্তু সম্প্রতি তিনি আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

এই ব্যাটার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) দ্বারস্থ হয়েছিল, তাঁরাই যোগ করেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর সঙ্গে। অতঃপর সেই খবর আসে দিল্লি ম্যানেজম্যান্টের কানে। স্বাভাবিকভাবেই এতে ক্ষীপ্ত হয়েছেন তাঁরা, আর তাই দুই বছরের নিষেধাজ্ঞার খড়গ নেমে আসতে পারে তাঁর ওপর।

এখনো দুই পক্ষের কেউ আনুষ্ঠানিক কোন বার্তা দেয়নি, তবে ব্রুকের সরে দাঁড়ানোর খবর অনেকাংশে সত্য। জানা গিয়েছে, জশ বাটলারের নেতৃত্ব ছাড়ার পর তাঁকে ভবিষ্যৎ অধিনায়কের আসনে দেখার কথা ভাবছে ইসিবি। খুব সম্ভবত এটাই আইপিএল না খেলার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। তাছাড়া জাতীয় দলের জার্সিতে তিন ফরম্যাটেই খেলেন তিনি, তাই ওয়ার্কলোড ম্যানেজ করা তাঁর জন্য অনেক বেশি জরুরি।

তবে কারণ যাই হোক, আইপিএল সাম্রাজ্যের সবাই এখন ত্যাজ্য করে দিতে চায় ব্রুককে। সম্প্রতি একটা নিয়ম চালু করা হয়েছিল, কোন ক্রিকেটার যদি নিলামে নাম দিয়ে দল পাওয়ার পর কোন যৌক্তিক কারণ ছাড়া হুট করে নাম প্রত্যাহার করেন তাহলে তাঁকে নিষেধাজ্ঞা দিতে হবে। গত নিলামের আগেই দশটি ফ্রাঞ্চাইজির সম্মতিতে এ নিয়ম অনুমোদন দেয়া হয়েছিল।

পাতা ফাঁদেই পা দিয়ে বসেছেন ইংলিশ ব্যাটার। এখন দেখার বিষয় সত্যিই তিনি আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন কি না, আর যদি নিয়ে থাকেন তাহলে বিসিসিআই কি পদক্ষেপ গ্রহণ করে সেটা কৌতূহলের বিষয়।

অবশ্য নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত একেবারে অযৌক্তিক নয়, প্রতিটা ফ্রাঞ্চাইজি লম্বা সময় ধরে পরিকল্পনা করেই খেলোয়াড় দলে নেয়। এরপর টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে কেউ না খেলতে চাইলে এলোমেলো হয়ে যায় পরিকল্পনা, তাই এমন পরিস্থিতি ঠেকাতে বিসিসিআই যদি দৃষ্টান্ত স্থাপন করতে চায় সেক্ষেত্রে হ্যারি ব্রুক হবেন বলির পাঁঠা।

Share via
Copy link